বাংলাদেশের খবর

আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০১৮

রোহিঙ্গা ইস্যুতে গুরুত্ব দেবে যুক্তরাষ্ট্র: বার্নিকাট

বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট সংগৃহীত ছবি


জাতিসংঘের সাধারণ অধিবেশনের আলোচনায় মার্কিন যুক্তরাষ্ট্র রোহিঙ্গা সংকটকে গুরুত্ব দেবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট।

আজ বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সচিব এম শহীদুল হকের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি একথা জানান।

মার্কিন রাষ্ট্রদূত বার্নিকাট বলেন, জাতিসংঘের সাধারণ অধিবেশন ও নিরাপত্তা পরিষদে মার্কিন যুক্তরাষ্ট্রের সভাপতির পদে দায়িত্ব গ্রহণের বিষয়ে পররাষ্ট্রসচিবের সঙ্গে আলোচনা হয়েছে। জাতিসংঘের সাধারণ অধিবেশনে বিভিন্ন বিষয়ের পাশাপাশি রোহিঙ্গা সংকটকে যুক্তরাষ্ট্র গুরুত্ব দিচ্ছে।

সাংবাদিকদের অন্য এক প্রশ্নের জবাবে বার্নিকাট বলেন, বাংলাদেশের জনগণের প্রত্যাশানুযায়ী যুক্তরাষ্ট্র সুষ্ঠু, অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য নির্বাচন আশা করে। বাংলাদেশ সরকারও এমন নির্বাচন চায়। 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১