বাংলাদেশের খবর

আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০১৮

বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদের শাহাদাৎবার্ষিকী আজ

বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ সংগৃহীত ছবি


বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৪৭তম শাহাদাৎবার্ষিকী আজ বুধবার। নূর মোহাম্মদ নগরে দিনটি পালন উপলক্ষে জেলা প্রশাসন ও বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ ট্রাস্টের আয়োজনে কোরানখানী, র‌্যালি, শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ, মাজার জিয়ারত, সশস্ত্র সালাম প্রদর্শন, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক শেখ নূর মোহাম্মদ ১৯৩৬ সালের ২৬ ফেব্রুয়ারি সদর উপজেলার (মহিখোলা) বর্তমান নূর মোহাম্মদ নগরে জন্মগ্রহণ করেন।

১৯৫৯ সালের ১৪ মার্চ নূর মোহাম্মদ তৎকালীন ইস্ট পাকিস্তান রেজিমেন্টে যোগদেন। ১৯৭১-এর মহান মুক্তিযুদ্ধকালে ল্যান্স নায়েক নূর মোহাম্মদ ৮ নং সেক্টরে সাবেক ইপিআর ও বাঙ্গালি সেনাদের নিয়ে গঠিত একটি কোম্পানীতে যোগদান করেন। ’৭১ এর ৫ সেপ্টেম্বর যশোরের ঝিকরগাছা উপজেলার গোয়ালহাটি গ্রামের সম্মুখযুদ্ধে শহীদ হন তিনি।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১