বাংলাদেশের খবর

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০১৮

ব্রাজিলে প্রেসিডেন্ট প্রার্থীকে ছুরিকাঘাত

ব্রাজিলের প্রেসিডেন্ট পদপ্রার্থী সোশাল লিবারেল পার্টির নেতা জাইর বোলসোনারো ছবি : ইন্টারনেট


ব্রাজিলের নির্বাচনে এক প্রেসিডেন্ট প্রার্থীকে ছুরি মেরে আহত করা হয়েছে। নিজ নির্বাচনের প্রচারের সময় ডানপন্থি এ প্রার্থীকে তার কর্মী সমর্থকদের ভিড়ের মধ্যেই ছুরি মারা হয়। এতে তিনি গুরুতর আহত হন। হামলার অভিযোগে ইতিমধ্যে একজনকে গ্রেফতার করা হয়েছে।

বিবিসি জানিয়েছে, কট্টর ডানপন্থি দল সোশাল লিবারেল পার্টির নেতা জাইর বোলসোনারো বর্ণবাদী ও বিতর্কিত নানা বক্তব্যের জন্য সমালোচিত হলেও সাম্প্রতিক জনমত জরিপগুলোতে তার অবস্থান ক্রমশ শক্তিশালী হচ্ছিল।

বৃহস্পতিবার ব্রাজিলের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় রাজ্য মিনাস জেরাইসে ভোটের প্রচারের সময় বোলসোনারো হামলার শিকার হন।

ঘটনার দিন দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় রাজ্য মিনাস গেরেইস এক নির্বাচনী প্রচারে অংশ নেয়ার সময় এক অজ্ঞাতনামা ব্যক্তি ছুরি নিয়ে বলসোনারোর পেটে হামলা চালায়। আহত অবস্থায় তাকে এক হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানকার চিকিৎসকরা বলছেন, ৬৩ বছর বয়সী ওই নেতার ক্ষতে অস্ত্রোপচার করা হয়েছে। তিনি দ্রুত সেরে উঠছেন।

আগামী মাসে ব্রিাজিলে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ নির্বাচনে সাবেক প্রেসেডন্ট লুলা ডি সিলভা অংশ নিতে না পারলে বিজয় হতে পারেন জেয়ার বলসোনারো।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১