বাংলাদেশের খবর

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০১৮

দশ হাজার ইয়াবাসহ চিকিৎসক আটক

ইয়াবাসহ আটক ডাক্তার মেরাজ ও সহযোগী শাহীন সংগৃহীত ছবি


জেলার উখিয়া উপজেলার চোয়ানখালী এলাকায় প্রায় ১০ হাজার ইয়াবাসহ ধরা পড়েছেন মো. মেরাজ উদ্দিন নামে এক চিকিৎসক। তিনি বাংলাদেশ আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্রের (আইসিডিডিআর’বি) মেডিকেল অফিসার। র্যাব-৭-এর কক্সবাজার ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মো. মেহেদী হাসান জানিয়েছেন, গতকাল শুক্রবার সকালে গোপন সূত্রে তারা জানতে পারেন, উখিয়ার চোয়ানখালীর রাসেল স্টোরের সামনে কয়েকজন মাদক ব্যবসায়ী ইয়াবা ট্যাবলেট কেনার জন্য অবস্থান করছে। এরপরই র্যাবের একটি দল সেখানে অভিযান চালায়। এ সময় ডা. মেরাজ উদ্দিন ও আইসিডিডিআরবি’র কর্মকর্তা মো. মোক্তার হোসেনকে আটক করা হয়। পরে তাদের দেহ তল্লাশি করে ৯ হাজার ৮০০ পিস ইয়াবা পাওয়া যায়। আটক মোক্তার নরসিংদী জেলার রায়পুরা থানার কড়াইপুর পাহাড়তলা গ্রামের মৃত ধন মিয়া ওরফে ফারুক মিয়ার ছেলে। পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়ার জন্য তাদের উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১