বাংলাদেশের খবর

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০১৮

সাফারি পার্কে জিরাফ শাবকের জন্ম

গাজীপুরের শ্রীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে আরো এক জিরাফ শাবকের জন্ম হয়েছে ছবি : বাংলাদেশের খবর


গাজীপুরের শ্রীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে আরো এক জিরাফ শাবকের জন্ম হয়েছে। নতুন অতিথির আগমনে পার্কে আনন্দ বিরাজ করছে। এ নিয়ে পার্কে চতুর্থবার জিরাফ বাচ্চার জন্ম হলো। কয়েক দিন আগে বাচ্চাটির জন্ম হলেও গত বৃহস্পতিবার এ খবর গণমাধ্যকে জানানো হয়। এ নিয়ে জিরাফ পরিবারে সদস্য সংখ্যা দাঁড়াল ১১টিতে। পার্কের আফ্রিকান সাফারিতে মায়ের সঙ্গে বেশ ফুরফুরে মেজাজে ঘুরে বেড়াচ্ছে জিরাফ শাবকটি। দর্শনার্থীরা খুব কাছ থেকে শাবকটির খুনসুটি দেখে বেশ আনন্দ পাচ্ছে।

পার্ক কর্তৃপক্ষ জানিয়েছে, কয়েক দফায় দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গ থেকে ১২টি জিরাফ আনা হয়। পরে ২০১৬ ও ২০১৭ সালে ৪টি জিরাফ মারা যায়। এ বছর আরো একটি জিরাফ দুর্ঘটনায় প্রাণ হারায়। ওয়াইল্ডলাইফ সুপারভাইজার আনিসুর রহমান জানান, মায়ের দুধের পাশাপাশি শাবকটিকে গাজর, ছোলা, কলা ও সবুজ ঘাস দেওয়া হচ্ছে। বিভিন্ন ধরনের ভিটামিনও দেওয়া হচ্ছে এটিকে।

পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, জিরাফ আফ্রিকার প্রাণী হলেও পার্কে উপযুক্ত পরিবেশ পেয়ে শাবকের জন্ম দিচ্ছে। শাবকসহ মা জিরাফ বেশ সুস্থ রয়েছে।

 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১