বাংলাদেশের খবর

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০১৮

নতুন আইফোনের দাম ফাঁস

আইফোন ছবি : ইন্টারনেট


আগামী সপ্তাহে বাজারে আসছে আইফোনের নতুন তিন সংস্করণ। তবে তার আগেই ফাঁস হয়ে গেছে ফোন তিনটির দাম। আর দাম ফাঁসের এ খবর জানিয়েছে প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট জিএসএম এরিনা।

নাইন টু ফাইভ ম্যাকের বরাত দিয়ে জিএসএম এরিনায় প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয়, ১২ সেপ্টেম্বর উন্মোচিত হতে যাওয়া নতুন আইফোনগুলো হচ্ছে ৬.১ ইঞ্চি এলসিডি ডিসপ্লের আইফোন (যার সঠিক নাম এখনো যানা যায়নি)।

৫.৮ ইঞ্চির ওএলইডি ডিসপ্লের আইফোন এক্সএস এবং ৬.৫ ইঞ্চির ওএলইডি ডিসপ্লের আইফোন আইফোন এক্সএস ম্যাক্স, যার মধ্যে সবচেয়ে কমদামি আইফোন নাইনের মূল্য হতে পারে ৬৯৯ মার্কিন ডলার, যা বর্তমান বাজারে থাকা আইফোন এইটের দামের সমান।

প্রতিবেদনে আরো বলা হয়, আইফোন এক্সএসের দাম হতে পারে ৭৯৯ ডলার, যা বর্তমান আইফোন এইট প্লাসের সমান এবং আইফোন এক্সএস ম্যাক্সের দাম হতে ৯৯৯ ডলার।

আর যদি এই ফোনগুলো ৬৪ জিবি এবং ২৫৬ জিবির হয় তাহলে গ্রাহককে আরো ১৫০ ডলার বাড়তি গুনতে হবে। তবে ৫১২ জিবি সংস্করণের বিষয়ে কোনো দাম জানা যায়নি।

চলতি বছর উন্মোচিত হতে যাওয়া এই আইফোনগুলো অ্যালুমিনিয়ামের ফ্রেম হবে।

একই সঙ্গে আইফোন এক্সের মতো থাকছে না ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, তবে ফেস আইডি রিকগনিশন ফিচার থাকবে এই ফোনগুলোয়।

এ ছাড়া আইওস অপারেটিং সিস্টেম ১২ চালিত এই ফোনগুলোয় অ্যাপলের নিজস্ব চিপ এ১২ ব্যবহার করা হয়েছে। থাকছে তারহীন চার্জ দেওয়ার সুবিধা।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১