বাংলাদেশের খবর

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০১৮

মেক্সিকোতে আবারো গণকবরের সন্ধান

মেক্সিকোর ভেরাক্রুজে আরো একটি গণকবরের সন্ধান পাওয়া গেছে ছবি : সংগৃহীত


মেক্সিকোর ভেরাক্রুজ প্রদেশে আবারো একটি গণকবরের সন্ধান পাওয়া গেছে। কবরটি থেকে অন্তত ১৬৬টি মাথার খুলি ও বেশকিছু পরিচয়পত্র উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে বিবিসি। রাজ্যের প্রসিকিউটর জর্জ উইঙ্কলারের মতে, গণকবরটি অন্তত দুই বছরের পুরনো। নিরাপত্তার স্বার্থে গণকবরটি প্রদেশের কোথায় পাওয়া গেছে তা জানানো হয়নি।

মাদক পাচারকারীদের তৎপরতার দিক দিয়ে ভেরাক্রুজ বেশ কুখ্যাত এবং প্রদেশটিতে প্রায়ই হত্যাকাণ্ড হয়। চলতি বছরে আরো কয়েকটি গণকবরের সন্ধান পাওয়া যায় ভেরাক্রুজে। মাদকপাচারকারীরা বিপক্ষ দলের সদস্যদের হত্যার পর মাটি চাপা দিয়ে দেয়। গত বছর একসঙ্গে বেশ কয়েকজন শিক্ষার্থী নিখোঁজ হওয়ার পর গণকবরের বিষয়টি সামনে আসে। গত মার্চে পাওয়া গণকবরে আড়াইশ মাথার খুলি পাওয়া যায়। সর্বশেষ প্রাপ্ত গণকবরে মাথার খুলি, হাড়গোড়, দুইশ রকমের কাপড়, শতাধিক পরিচয়পত্র এবং অন্যান্য জিনিস পাওয়া যায়। কবরটিতে আরো মৃতদেহ পাওয়া যেতে পারে বলে জানিয়েছেন উইঙ্কলার। প্রদেশের পুলিশ দফতরের ফরেনসিক বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে নিহতদের পরিচয় বের করার চেষ্টা করছেন। নিহতরা সবাই বিভিন্ন গ্যাংয়ের সদস্য ছিল নাকি সাধারণ মানুষ ছিল তা এখনো বলতে পারছে না প্রশাসন। মেক্সিকোতে মানুষ নিখোঁজ হয়ে যাওয়ার ঘটনা সাধারণ বিষয়ে পরিণত হয়েছে। দীর্ঘদিন ধরেই দেশটির সরকার মাদক চোরাচালানিদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করলেও এখন পর্যন্ত উল্লেখযোগ্য কোনো সফলতা পায়নি। ২০০৬ সাল থেকে দেশটিতে মাদক সংক্রান্ত লড়াইয়ের সংখ্যা বেড়েছে। গত বছরই ২৮ হাজার ৭০২ জনকে হত্যা করা হয় মাদক সংক্রান্ত ঘটনায়। এ ছাড়া ৩৭ হাজার মানুষ এখনো নিখোঁজ রয়েছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১