বাংলাদেশের খবর

আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০১৮

ছোট বোনের সঙ্গে ঝগড়া করে কিশোরীর ‘আত্মহত্যা’

ধানমণ্ডি লেক সংগৃহীত ছবি


ছোট বোনের সঙ্গে ঝগড়া করে মোশারত খন্দকার ইমি (১৭) নামের এক কিশোরী রাজধানীর ধানমণ্ডি লেকে লাফিয়ে পড়ে আত্মহত্যা করেছে।

শনিবার (০৮ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঢামেক পুলিশ ক্যাম্প ইনচার্জ বাচ্চু মিয়া ঘটনার সত্যতা প্রমান করেন।

ইমি ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড স্কুলের ‘এ’ লেভেলে পড়ত। কাতার প্রবাসী লিয়াকত হোসেন লিটুর তিন মেয়ের মধ্যে ইমি ছিল দ্বিতীয়। মোহাম্মদপুরের কাদেরাবাদ হাউজিংয়ে তাদের বাসা।

ধানমণ্ডি থানার এসআই মো. আকবর হোসেন জানান, দুই যুবক ইমিকে শনিবার রাত ১১টা দিকে লেক থেকে উদ্ধার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ইমির মায়ের বরাত দিয়ে এই পুলিশ সদস্য বলেন, শনিবার সন্ধ্যায় ছোট বোনের সঙ্গে ইমির ঝগড়া হয়। ঝগড়ার পর ইমির ছোট বোন ঘুমের ওষুধ খেলে তাকে ধানমণ্ডির একটি হাসপাতালে নেওয়া হয়। সবাই যখন ছোট বোনকে নিয়ে ব্যস্ত তখন ইমি বাসা থেকে বেরিয়ে ধানমণ্ডি লেকের পানিতে ঝাঁপ দেয়। পরে দুই যুবক তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১