বাংলাদেশের খবর

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০১৮

এভাবেও ভালোবাসা যায়

‘এভাবেও ভালোবাসা যায়’ নাটকের একটি দৃশ্য সংগৃহীত ছবি


‘এভাবেও ভালোবাসা যায়’ শিরোনামের একটি নাটকের চিত্রায়ণ হচ্ছে নেপালে। রোববার থেকে চিত্রায়ণে অংশ নিয়েছেন মৌসুমী হামিদ ও নজরুল রাজ। বিশ্বজিৎ দত্তের গল্প অবলম্বনে নাটকটি রচনা, চিত্রনাট্য ও পরিচালনা করেছেন প্রীতি দত্ত। মৌসুমী-নজরুল রাজ ছাড়াও নাটকটিতে বিশেষ একটি চরিত্রে অভিনয় করেছেন শ্যামল মওলা।

নাটকের গল্পে দেখা যাবে, প্রথম দেখায় ভালো লাগার পর প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন মৌসুমী হামিদ ও নজরুল রাজ। কিন্তু তাদের এ সম্পর্ক বেশিদিন স্থায়ী হয় না। কারণ, নজরুল অন্য একটি মেয়ের প্রেমে পড়ে যান। তিনি এড়িয়ে চলেন মৌসুমীকে। মৌসুমী চলে যান নেপাল। এদিকে কিছুদিন পর দ্বিতীয় প্রেমিকার সঙ্গে বিচ্ছেদ হয় নজরুলের। নিঃস্ব হয়ে পড়েন নজরুল। দিশেহারা হয়ে নেপাল ছুটে যান। খুঁজে পান মৌসুমীকে। আগের মতো চলতে থাকে তাদের সম্পর্ক। চলে গল্প ও আড্ডা। কিন্তু আড্ডার ফাঁকে বার বার মৌসুমীর ফোন কল আসতে থাকে। এতে বিরক্ত হন নজরুল। শুরু হয় আবার জটিলতা।

নির্মাতা সূত্রে জানা গেছে, দেশি একটি স্যাটেলাইট চ্যানেলের জন্য নির্মিত হচ্ছে নাটকটি। নেপালে চিত্রায়ণ শেষে শিগগিরই দেশে ফিরবে ইউনিট।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১