বাংলাদেশের খবর

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০১৮

উত্তেজনাপূর্ণ খেলায় হাজীগঞ্জ পৌরসভা একাদশ চ্যাম্পিয়ন

চাঁদপুরের হাজীগঞ্জে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ডকাপ ফুটবল টূর্ণামেন্টে (অনুর্ধ্ব-১৭) ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন পৌরসভা একাদশের পক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক শওকত ওসমান, উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ অধ্যাপক আবদুর রশিদ মজুমদার ও উপজেলা নির্বাহী অফিসার বৈশাখী বড়–য়ার হাত থেকে ট্রপি গ্রহণ করছেন পৌর মেয়র আ স ম মাহবুব-উল আলম লিপনসহ খেলোয়াড়বৃন্দ। ছবি : বাংলাদেশের খবর


চাঁদপুরের হাজীগঞ্জে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ডকাপ ফুটবল টূর্ণামেন্টে (অনুর্ধ্ব-১৭) ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে স্থানীয় পাইলট হাই স্কুল এন্ড কলেজ মাঠে খেলাটি অনুষ্ঠিত হয়। আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত উত্তেজনাপূর্ণ ফাইনাল খেলা ৯০ মিনিটে গোল-শূণ্য থাকে। পরবর্তীতে খেলা ট্রাইবেকারে গড়ায়। ট্রাইবেকারে হাজীগঞ্জ পৌরসভা একাদশ ১-০গোলে বাকিলা ইউনিয়নকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

খেলা শেষে পুরস্কার বিতরণের পূর্বে প্রভাষক জাহিদ হাসানের পরিচালনায় ও উপজেলা নির্বাহী অফিসার বৈশাখী বড়–য়ার সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্তি জেলা ম্যাজিস্ট্রেট মো. শওকত ওসমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ অধ্যাপক আবদুর রশিদ মজুমদার, পৌর মেয়র আ স ম মাহবুব-উল আলম লিপন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জিয়া উল ইসলাম চৌধুরী, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আনিসুর রহমান তপু, নবাগত অফিসার ইনচার্জ মো. আলমগীর হোসেন রনি, ওসি (তদন্ত) মো. আবদুল মান্নান, হাজীগঞ্জ পাইলট হাই স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আবু ছাইদ, ইউপি চেয়ারম্যান মাহফুজুর রহমান ইউছুফ পাটওয়ারী, মানিক হোসেন প্রধানীয়া, সকিফুল ইসলাম মীর, পৌর সচিব মো. নুর আজম বিন আকতার প্রমূখ।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১