বাংলাদেশের খবর

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০১৮

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ৫.৪ মাত্রার ভূকম্পন অনুভুত


রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভুত। রিখটার স্কেলে যার মাত্র ছিল ৫.৪।

সকাল ১০টা ৫৩ মিনিটে ঢাকায় এই ভূমিকম্প হয়। বেশ কয়েক সেকেন্ড এটি স্থায়ী ছিল। আবহাওয়া অধিদফতর এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছে।

ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভারতের আসাম রাজ্যের সাপাতগ্রামের ৯ কিলোমিটার উত্তর-উত্তরপূর্বে কোকরাঝাড় এলাকায়। সেখানে ভূমিকম্পের মাত্রা ৫.৬ রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছে মার্কিন ভূ-তাত্ত্বিক গবেষণা সংস্থা ইউএসজিএস।

ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় সিসমোলোজিক্যাল সেন্টারের তথ্য অনুযায়ী, বাংলাদেশ সময় বুধবার সকাল ১০টা ৫৩ মিনিটে এই ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৫ দশমিক ৪।

ঢাকার বাইরেও ঠাকুরগাঁও, সিলেট, হবিগঞ্জ, নেত্রকোনা, গাজীপুর, নায়ারণগঞ্জ, রংপুর জেলায়ও ভূমিকম্প অনুভূত হয়। তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির কোনও খবর পাওয়া যায়নি।

এদিকে, ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার জানিয়েছে, ভারতের উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই বেশ ভালোভাবেই অনুভূত হয়েছে এই কম্পন। কম্পন অনুভূত হয়েছে সিকিম, শিলিগুড়ি, জলপাইগুড়ি, কোচবিহার থেকে শুরু করে মালদহ মুর্শিদাবাদেও। মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে কলকাতাসহ পুরো দক্ষিণবঙ্গেও। এছাড়া বিহারেও কম্পন টের পাওয়া গেছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১