বাংলাদেশের খবর

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০১৮

কক্সবাজারে ফের দুর্ঘটনা, নিহত চার

কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় চারজন নিহত সংগৃহীত ছবি


কক্সবাজার জেলার চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় সাতজন নিহতের একদিন পরই ফের সড়কে গেলো তাজা চারটি প্রাণ। এক নারীসহ চারজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন কমপক্ষে পাঁচজন। 

বুধবার বেলা সাড়ে ১১টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের হারবাং ইনানী রিসোর্ট এলাকায় টমটম ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে এ দূর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, উপজেলার হারবাং ইউনিয়নের জমিদার পাড়া ৪নং ওয়ার্ড এলাকার আওয়ামী লীগের সহ-সভাপতি আবু তাহের (৫০), একই ইউনিয়নের মুসলিম পাড়া এলাকার আবদু ছত্তারের পুত্র তাজ উদ্দিন (২৪), পেকুয়া উপজেলার দশের ঘোনা রাজাখালীর আবদুল খালেকের ছেলে মো. ইউনুচ মিয়া (৩৫)। নিহত নারীর পরিচয় এখনো সনাক্ত করতে পারেনি পুলিশ। 

প্রত্যক্ষদর্শীরা জানান, রেইনবো স্টিকার লাগানো কক্সবাজারমুখী একটি কাভার্ডভ্যানটি একই দিক দিয়ে চকরিয়ামুখী ইজিবাইককে ধাক্কা দিলে তার ভেতর বসা সবাই সড়কে ছিটকে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই দু’জনের মৃত্যু হয়। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখানে আরও দুইজনের মৃত্যু হয়।

চকরিয়া থানার ওসি বখতিয়ার উদ্দিন চৌধুরী জানান, কক্সবাজারমুখী প্রাণ কোম্পানির মালামাল বহনকারী একটি পিকআপ ভ্যান হারবাং ইনানী এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী অপর একটি টমটম গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে এক নারীসহ চারজন নিহত হন। এছাড়া আহতদের মধ্যে চারজনকে মুমূর্ষ অবস্থায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

তিনি আরো বলেন, আহতদের অবস্থা আশঙ্কাজনক। এই ঘটনায় কাভার্ডভ্যানটি আটক করা হয়। তবে ড্রাইভার ও হেলপার পালিয়ে গেছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১