বাংলাদেশের খবর

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০১৮

তাস খেলতে বসতে না দেয়ায় শিক্ষার্থীদের মারধর


তাস খেলতে বসতে না দেয়ায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের নারী শিক্ষার্থীসহ ৩ জনের উপর হামলা করেছে শাখা ছাত্রলীগের কর্মীরা। আহত শিক্ষার্থীদের একজন বেসরকারী টেলিভিশন চ্যানেল নাইনের স্টাফ রিপোর্টার। এ ঘটনায় প্রক্টর অফিস বরাবর লিখিত অভিযোগ দিয়েছে বিভাগের শিক্ষকসহ আহত শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের পাশে দূর্জয় বাসে পরীক্ষার উপলক্ষ্যে গ্রুপ স্টাডি করতে যায় গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ স্নাতোকোত্তরের ৬ শিক্ষার্থী। তাদের মধ্যে কয়েকজন নারী শিক্ষার্থীও ছিলো। এসময় কতিপয় ছাত্রলীগকর্মী এসে তাদেরকে আসন থেকে উঠে যেতে বলে। এবং এই জায়গায় নিজেরা ‘তাস খেলবে’ বলে জানায়। এসময় তাদের ছাত্রত্ব সম্পর্কে জানতে চাইলে তারা নিজেদের ছাত্রলীগ কর্মী ও ১২ ব্যাচের শিক্ষার্থী বলে পরিচয় দেয়। এনিয়ে বাকবিতন্ডতা হলে সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীদের অকথ্য ভাষায় গালিগালাজ এবং বেধড়ক মারধর করে আদর (সি এস ই ১২ব্যাচ), অর্ণব (বহিস্কৃত), শিবলি ও শান্ত (ম্যানেজমেন্ট ১২ব্যাচ),পার্থ (ভূগোল ১২ব্যাচ), মেহেদি (দর্শন ১২ ব্যাচ), ফুয়াদ (প্রানিবিদ্যা১২ ব্যাচ) নামের কয়েকজন ছাত্রলীগকর্মী।এতে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ৯ম ব্যাচের শিক্ষার্থী রিয়াজ রহমান, মো:সাব্বির হাসান, ফয়জুন্নাহার আক্তার জিনিয়া, এর মধ্যে চ্যানেল নাইনের স্টাফ রিপোর্টার রিয়াজ রহমান গুরুতর আহত হয়।

বিশ্ববিদ্যালয়ের বাসে প্রায় সময় এমন ঘটনা ঘটে বলে জানান শিক্ষার্থীরা। এর আগে গত ১২ মার্চ বাসে বসাকে কেন্দ্র করে বাসে অবস্থানরত শিক্ষার্থীদের বেধড়ক মারধর, ঘটনা পর্যবেক্ষণে যাওয়া শিক্ষকদের সাথে খারাপ ব্যবহার করার ও এক শিক্ষার্থীকে ছুরিকাঘাত করার ঘটনায় বিশ্ববিদ্যালয় থেকে স্থায়ী বহিস্কার হন শাখা ছাত্রলীগকর্মী অর্ণব।

জবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ জয়নুল আবেদিন রাসেল বলেন, সামান্য ভুল বোঝাবুঝির কারনে এমন অপ্রীতিকর ঘটনা ঘটেছে। আমরা আহতদের সাথে নিয়ে প্রক্টর অফিসে গিয়েছি এবং জড়িতদের বিরুদ্ধে সর্বোচ্চ প্রশাসনিক ব্যবস্থা নেয়ার সুপারিশ করেছি।

প্রক্টর ড. নূর মোহাম্মদ বলেন, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। আগামী রবিবার উপাচার্য আসলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১