বাংলাদেশের খবর

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০১৮

সিলেট নগরীর বর্জ্য ব্যবস্থাপনায় ৫২ কোটি টাকার প্রকল্প

সিলেট সিটি করপোরেশন (সিসিক) এলাকায় বর্জ্য ব্যবস্থাপনার জন্য ৫২ কোটি টাকার প্রকল্প সংগৃহীত ছবি


সিলেট সিটি করপোরেশন (সিসিক) এলাকায় বর্জ্য ব্যবস্থাপনার জন্য ৫২ কোটি টাকার প্রকল্প গ্রহণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে এক মতবিনিময় সভায় এ তথ্য জানিয়েছেন সিসিকের নির্বাহী প্রকৌশলী আবদুল আজিজ। সিসিকের ২৭ নম্বর ওয়ার্ডে দক্ষিণ সুরমার লালমাটিয়া এলাকায় বর্জ্য অপসারণ ও আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা বিষয়ে সভার আয়োজন করে ডেমোক্র্যাসি ইন্টারন্যাশনাল। নাগরিক সমাজ ও রাজনৈতিক ফেলোদেরকে নিয়ে মতবিনিময় ও পর্যালেচনা সভায় সভাপতিত্ব করেন সিলেট পরিবেশ রক্ষা আন্দোলনের সাধারণ সম্পাদক সাংবাদিক এম আহমদ আলী। ডেমোক্র্যাসি ইন্টারন্যাশনালের রাজনৈতিক ফেলো মহানগর  বিএনপির সাংগঠনিক সম্পাদক মুর্শেদ আহমদ মুকুল ও সিলেট মহানগর যুবলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক জাহিদ সারোয়ারের পরিচালনায় সভায় প্রধান আলোচক ছিলেন সিসিকের নির্বাহী প্রকৌশলী আবদুল আজিজ।

সভায় বিশেষ আলোচক ছিলেন সিসিকের সংরক্ষিত মহিলা কাউন্সিলর শাহানারা বেগম, সিলেট জেলা পরিষদ সদস্য মতিউর রহমান মতি। বক্তব্য দেন ডেমোক্র্যাসি ইন্টারন্যাশনালের সিলেট রিজিওনালের ডেপুটি কো-অর্ডিনেটর রাহিমা বেগম, পরিবেশ গবেষক আবদুল হাই আজাদ বাবলা, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল কাশেম, মহানগর মহিলা দলের সভানেত্রী জাহানারা বেগম, জেলা যুবলীগ নেতা মনোয়ার হোসেন মনু প্রমুখ।

 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১