বাংলাদেশের খবর

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০১৮

আটোয়ারীতে বিএনপির মত বিনিময় সভা

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলা বিএনপি’র দলীয় কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ছবি : বাংলাদেশের খবর


পঞ্চগড়ের আটোয়ারী উপজেলা বিএনপির আয়োজনে ইউনিয়ন পর্যায়ের বিএনপি’র সকল নেতা-কর্মীদের সাথে ব্যারিষ্টার জমিরউদ্দীন সরকারের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার বিকেলে উপজেলা বিএনপি’র দলীয় কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপি’র সভাপতি আলহাজ্ব মোঃ আব্দুর রহমান। উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মতিয়ার রহমানের সঞ্চালনায় মতবিনিময় সভায় জাতীয় সংসদের সাবেক স্পীকার ব্যারিষ্টার মুহম্মদ জমিরউদ্দীন সরকার প্রধান অতিথির বক্তব্য রাখেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক সম্পাদক ব্যারিষ্টার মুহম্মদ নওশাদ জমির। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপি’র সাবেক সহ-সভাপতি এ.জেড.এম বজলার রহমান জাহেদ, যুগ্ন সা: সম্পাদক এম.এ মজিদ, এ্যাড: আদম সুফি, জেলা মহিলা দলের সা: সম্পাদক ইয়াসমিন প্রধান, উপজেলা বিএনপি’র সিনিয়র সহ সভাপতি আলহাজ্ব কুদরত-ই-খুদা, সাধারন সম্পাদক ফকরুল আলম, যুগ্ন সম্পাদক আব্দুল্যাহেল বাকী, আলোয়াখোয়া ইউপি’র সাবেক চেয়ারম্যান তৌহিদুল ইসলাম,যুব দলের সভাপতি নজরুল ইসলাম দুলাল, দপ্তর সম্পাদক শাহাদত হোসেন সাজ্জাদ,ছাত্র দলের সাবেক সভাপতি শাহাজাহান, ছাত্রদলের আহবায়ক কমিটির সদস্য সচিব সায়মন আক্তার সুমন, যুগ্ন আহবায়ক সাইদুর রহমান প্রমুখ।

বক্তরা বর্তমান আওয়ামী সরকারের সমালোচনা করে বলেন, এ সরকার বিএনপি’র নেতা-কর্মী ও সমর্থকদের উপর অমানবিক জুলুম- নির্যাতন চালাচ্ছে। এ সরকার গণতন্ত্রকে হত্যা করেছে। গণতন্ত্রকে পুনরুদ্ধার করতে সবাইকে ঐক্যমত হতে হবে।ঐক্যের কোন বিকল্প নাই। প্রধান অতিথি তার বক্তব্যে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে পরামর্শমুলক বক্তব্য দেন এবং দলীয় নেতা কর্মী ও সমর্থকদের ঐক্য থেকে কেন্দ্রের দিক নির্দেশনায় কাজ করার আহবান জানান। মতবিনিময় সভায উপজেলা , ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিএনপি, যুবদর, ছাত্রদল, স্বেচ্ছা সেবক দল সহ সকল অংগ ও সহযোগি সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১