বাংলাদেশের খবর

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০১৮

খালেদা জিয়ার শারীরিক অবস্থা ঝুঁকিপূর্ণ নয় : মেডিকেল বোর্ড

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সংরক্ষিত ছবি


বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা ঝুঁকিপূর্ণ নয় বলে মন্তব্য করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের(বিএসএমএমইউ) পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহ আল হারুন।

রোববার দুপুর সাড়ে ১২টায় সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

হারুন বলেন, বেগম জিয়া নতুন কোন রোগে আক্রান্ত হননি। আমরা তার শারিরীক পরীক্ষা-নিরীক্ষা করিছি। এসময় তারা খালেদা জিয়াকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি করানোরও পরামর্শ দেন তিনি। এসময় তিনি বলেন, বেগম জিয়া বিএসএমএমইউতে চিকিৎসা নিতে আসলে সব ধরনের প্রস্তুতি নেয়া হবে। তাছাড়াও বোর্ডের চিকিৎসকরা খালেদা জিয়ার চিকিৎসার প্রতিবেদনটি আজই কারা অধিফতরে পাঠিয়ে দেবো।

বেলা পৌনে ১২টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহ আল হারুনের হাতে এ প্রতিবেদন তুলে দেন মেডিকেল বোর্ডের প্রধান মেডিসিন বিভাগের অধ্যাপক এম এ জলিল। এসময় বোর্ডের অন্যান্য সদস্য কার্ডিওলজি বিভাগের অধ্যাপক ডা. হারিসুল হক, অর্থোপেডিক বিভাগের অধ্যাপক ডা. আবু জাফর বিরু, চক্ষু বিভাগের সহযোগী অধ্যাপক ডা. তারিক রেজা আলী ও ফিজিক্যাল মেডিসিন সহযোগী অধ্যাপক ডা. বদরুন্নেসা উপস্থিত ছিলেন। 

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় পাঁচ বছরের সাজাপ্রাপ্ত হয়ে চলতি বছরের ৮ ফেব্রুয়ারি থেকে পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারে বন্দি রয়েছেন খালেদা জিয়া। এরই মধ্যে একবার তার স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকদের দিয়ে বিশেষায়িত বোর্ড গঠন করা হয়। ওই বোর্ডের চিকিৎসকের পরামর্শ অনুযায়ী, শারীরিক পরীক্ষা করতে গত ৭ এপ্রিল খালেদা জিয়াকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে নেয়া হয়। এরপর গত ১৫ তরিখ শনিবার মেডিকেল বোর্ড খালেদা জিয়াকে দেখতে কারাগারে যায়। সেঅনুযায়ী রোববার তারা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য রিপোর্ট পেশ করল।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১