বাংলাদেশের খবর

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০১৮

মেঘনা-মেনিখালী নদী দখল বন্ধে স্থিতাবস্থার আদেশ


নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার মেঘনা ও মেনিখালী নদীর অবৈধ দখল, নির্মাণকাজ ও মাটি ভরাট কাজের ওপর স্থিতিবস্থা (ষ্টেটাসকো) জারি করেছে হাইকোর্ট।

এ সংক্রান্ত এক আবেদনের শুনানি নিয়ে বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি আহমেদ সোহেলের সমন্বয়ে গঠিত অবকাশকালীন একটি হাইকোর্ট বেঞ্চ আজ এ আদেশে দেয়। আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মনজিল মোরসেদ।

এর আগে গত ৯ সেপ্টেম্বর বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন যুক্ত করে হাইকোর্টে জনস্বার্থে রিট দায়ের করেন মানবাধিকার ও পরিবেশবাদী সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ (এইচআরপিবি)। রিটের ওপর প্রাথমিক শুনানি নিয়ে আজ আদেশ দেয় আদালত।

মনজিল মোরশেদ বলেন, নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার মেঘনা ও মেনিখালী নদীর অবৈধ দখল, নির্মাণকাজ ও মাটি ভরাট কাজের ওপর স্থিতিবস্থা জারি করেছে হাইকোর্ট। এছাড়াও আদালত রুল জারি করেছে। রুলে মেঘনা ও মেনিখালী নদীর অবৈধ দখল, নির্মাণকাজ ও মাটি ভরাট কাজ বন্ধে প্রশাসনের নিস্ক্রিয়তা কেন বেআইনি ঘোষণা করা হবে না এবং অবৈধ স্থাপনা অপসারণে কেন নির্দেশ দেয়া হবে না-সংশ্লিষ্টদের কাছে জানতে চাওয়া হয়েছে। আগামী চার সপ্তাহের মধ্যে তার কারণ দর্শাতে হবে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১