বাংলাদেশের খবর

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০১৮

বিল পাস

যৌতুকের মিথ্যা মামলায়ও ৫ বছর জেল

জাতীয় সংসদ ভবন সংগৃহীত ছবি


বিবাহে যৌতুক দাবি, গ্রহণ বা প্রদানের পাশাপাশি এক্ষেত্রে সহায়তা করার অপরাধে সর্বোচ্চ ৫ বছরের এবং কমপক্ষে এক বছরের কারাদণ্ড বা ৫০ হাজার টাকা জরিমানা বা উভয় দণ্ডের বিধান রেখে জাতীয় সংসদে ‘যৌতুক নিরোধ আইন-২০১৮’ পাস হয়েছে। আইনে যৌতুকের অভিযোগে মিথ্যা মামলা দায়ের করলেও ৫ বছরের জেল বা ৫০ হাজার টাকা জরিমানা বা উভয় দণ্ডের বিধান রাখা হয়েছে। 

আজ রোববার সংসদ অধিবেশনে বিলটি পাস করার প্রস্তাব করেন মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি। এ আইনের অধীনে সংঘটিত অপরাধের বিচার হবে ফৌজদারি কার্যবিধি ১৮৯৮ অনুসারে। আইনে অপরাধ জামিন অযোগ্য হিসেবে উল্লেখ করা হলেও আপসযোগ্য হিসেবেও বিবেচিত হবে বলে বিধান রাখা হয়েছে।

 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১