বাংলাদেশের খবর

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০১৮

নতুন জোট যুক্তফ্রন্ট

নিরপেক্ষ সরকার হলে প্রার্থীই পাবেন না : রব

জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব সংরক্ষিত ছবি


জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি ও যুক্তফ্রন্টের অন্যতম নেতা আ স ম আবদুর রব প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে বলেছেন, আগামী নির্বাচনে নির্দলীয় নিরপেক্ষ সরকার গঠন করে দেখেন, জোর করে ক্ষমতা দখল করবেন না, তাহলে দেখবেন কোনো প্রার্থীই পাবেন না। গতকাল রোববার জাতীয় প্রেস ক্লাবের কনফারেন্স লাউঞ্জে বাংলাদেশ বাম ফ্রন্টের (মার্কসবাদী) উদ্যোগে আয়োজিত ‘নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন ও নাগরিক ভাবনা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

আ স ম রব বলেন, ‘প্রধানমন্ত্রী বলেছেন সুষ্ঠু নির্বাচন দেবেন। আপনি শুধু পদত্যাগ করেই দেখেন, আপনার চারপাশে যে সাঙ্গোপাঙ্গরা আছে, তাদের খুঁজে পাবেন না। বঙ্গবন্ধুও পাননি, আপনিও পাবেন না।’

প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে রব বলেন, ‘আপনি আমার প্রতিদ্বন্দ্বী হতে পারেন, কিন্তু আমি আপনার ক্ষতি চাই না। ভালো চাই বলেই বলছি ৯ বছর চালিয়েছেন। এখন সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করেন। সব দলের সঙ্গে আলোচনা করে নির্দলীয় সরকার গঠন করেন। কারণ, আপনাকে চলে যেতে হবে, নিজেকে ক্ষতি করে চলে যাবেন না।’

কমরেড ডাক্তার এমএ সামাদের সভাপতিত্বে সভায় আরো উপস্থিত ছিলেন সাবেক এমপি অধ্যাপক হুমায়ুন কবির।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১