বাংলাদেশের খবর

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০১৮

পৌরসভায় সড়ক দুর্ঘটনা এড়াতে সচেতনতা

হাকিমপুরে সড়ক দুর্ঘটনা এড়াতে সচেতনতা মূলক প্রচারণা ছবি : বাংলাদেশের খবর


সারা দেশে যখন সড়ক দুর্ঘটনা এড়াতে বিভিন্ন কার্যক্রম চলছে, তখন পিছিয়ে নেই হাকিমপুর পৌরসভা। সামলে চালান, প্রাণ বাঁচান প্রতিপাদ্যকে সামনে দিনাজপুরের হাকিমপুর পৌরসভা উদ্যোগে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রচার অভিযান শুরু করা হয়েছে। সেফ ড্রাইভ সেভ লাইভ এর বার্তা পৌঁছে দিতে সড়কে বিভিন্ন স্থানে, শিক্ষা প্রতিষ্ঠানে মোড়ে ব্যানার ফিস্টুন মাধ্যামে এ প্রচার অভিযান চালাচ্ছেন পৌরসভা কর্তৃপক্ষ।

হাকিমপুর পৌর সভার মেয়র জামিল হোসেন চলন্ত জানান- সড়ক দুর্ঘনার কবল হতে পৌরবাসীকে রক্ষার জন্য তিনি এ সচেতনতা মুলক কার্যক্রম শুরু করেছেন এবং আগামীতে এ কার্যক্রম অব্যহত থাকবে।

হাকিমপুর পৌর সভার এমন জন সচেতনতা মুলক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন হাকিমপুর পৌরবাসী।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১