বাংলাদেশের খবর

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০১৮

বিরোধপূর্ণ দক্ষিণ চীন সাগরে জাপানের প্রথম সাবমেরিন মহড়া


জাপান বিরোধপূর্ণ দক্ষিণ চীন সাগরে প্রথমবারের মতো সাবমেরিন মহড়া করেছে। সোমবার একটি পত্রিকার বরাত দিয়ে এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, এ জলসীমার অধিকাংশ চীন দাবি করে বলে আশংকা করা হচ্ছে এ মহড়া বেইজিংকে উত্তেজিত করবে।
আশাই শিমবুন পত্রিকার খবরে বলা হয়েছে, চীন নিয়ন্ত্রিত স্কারবরাহ সোহালের দক্ষিণ পশ্চিমে বৃহস্পতিবার জাপানের তিনটি যুদ্ধ জাহাজের সঙ্গে কুরোশিয় নামের সাবমেরিনটি যোগ দেয়।
সমুদ্রসম্পদ সমৃদ্ধ দক্ষিণ চীন সাগরের অধিকাংশ নিজেদের বলে দাবি করে আসছে বেইজিং। এছাড়া ব্রুনাই, মালয়েশিয়া, ফিলিপাইন, তাইওয়ান ও ভিয়েতনামও এই জলসীমার দাবি করে আসছে। এ সমুদ্র দিয়ে বছরে চীনের ৫ ট্রিলিয়ন ডলার বাণিজ্য হয়।
সংবাদমাধ্যম জানায়, দক্ষিণ চীন সাগরে এটি জাপানের প্রথম সাবমেরিন মহড়া।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১