বাংলাদেশের খবর

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০১৮

আইফোনের নতুন নিরাপত্তা ত্রুটি

আইফোনের নতুন একটি নিরাপত্তা ত্রুটির সন্ধান পেয়েছেন একজন গবেষক ছবি : সংগৃহীত


আইফোনের একটি নতুন নিরাপত্তা ত্রুটির সন্ধান পেয়েছেন একজন গবেষক। জানা গেছে, মাত্র পনেরো লাইনের কোড ব্যবহার করে মুহূর্তের মধ্যেই আইফোন ক্র্যাশ এবং রিস্টার্ট দেওয়া সম্ভব। সাবরি হাদোউশ নামের এই গবেষক প্রমাণসহ পুরো বিষয়টি প্রকাশ করেছেন টুইটারে। সেখানে তিনি লিখেছেন, এই কোডটি চালু করলে আইফোন ক্র্যাশ করে এবং তাৎক্ষণিকভাবে রিস্টার্ট নেয়। শুধু আইফোন নয়, আইপ্যাডেও একই সমস্যায় পড়তে হয়। এ ছাড়া ম্যাকে এ কোডটি ভিজিট করলে সাফারি ব্রাউজার হ্যাং হয়ে পড়ে।

মূলত আইওএস অপারেটিং সিস্টেমের ওয়েব রেন্ডারিং ইঞ্জিন ওয়েব কিটের একটি নিরাপত্তার ত্রুটির কারণেই এ সমস্যা হচ্ছে বলে দাবি করেছেন এ গবেষক। আইফোনের বিভিন্ন অ্যাপ এবং ব্রাউজারের জন্য এ ইঞ্জিনটি ব্যবহার করা হয়। তিনি ব্যাখ্যা করে বলেন, ইঞ্জিনটির ক্যাসকেড স্টাইল শিটের ব্যাকড্রপ ফিল্টার প্রোপার্টিতে অসংখ্য এলিমেন্ট ব্যবহার করা হয়েছে। তার ব্যবহূত কোডটির মাধ্যমে এ দুর্বলতাকে কাজে লাগিয়ে ফোনের পুরো কার্যক্ষমতা শুধু এক জায়গায় ব্যবহার করা সম্ভব যা মুহূর্তেই পুরো সিস্টেমকে আক্রান্ত করে এবং সম্ভাব্য ক্ষতি এড়াতে ফোন রিস্টার্ট হয়। তিনি সতর্ক করে বলেন, এই কোডটি রয়েছে, এমন কোনো ওয়েবপেজ ব্রাউজ করলেই এ সমস্যায় পড়তে হবে।

তবে এই গবেষক আশ্বস্ত করে বলেছেন, কোডটি ব্যবহার করে কোনো ম্যালওয়্যার চালু করা কিংবা ব্যবহারকারীর কোনো তথ্য হাতিয়ে নেওয়া সম্ভব না।

এ ত্রুটির বিষয়ে এরই মধ্যে অ্যাপলকে অবহিত করা হয়েছে বলেও জানিয়েছেন সাবরি। তবে অ্যাপল এখনো এ বিষয়ে মুখ খোলেনি।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১