বাংলাদেশের খবর

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০১৮

৫৮ লাখ টাকা দুর্নীতি

দুই ব্যাংক কর্মকর্তাসহ ৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা

লোগো দুর্নীতি দমন কমিশন (দুদক)


৫৮ লাখ ৮২ হাজার টাকা আত্মসাৎ ও স্থানান্তরের অভিযোগে দুই ব্যাংকারসহ ৫ জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল সোমবার সংস্থার সহকারী পরিচালক মুহাম্মদ জয়নুল আবেদীন বাদী হয়ে রাজধানীর তেজগাঁও থানায় মামলাটি করেন। মামলার আসামিরা হলেন, এনডি প্রিন্টিং অ্যান্ড অ্যামব্রয়ডারি লি. ও রেইনবো ডাইংয়ের চেয়ারমান মাহমুদা জামান, এনডি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আহাদুজ্জামান, পরিচালক মাসুমুজ্জামান, রূপালী ব্যাংক টিসিবি শাখার সাবেক ডেপুটি জেনারেল ম্যানেজার এ এম ফেরদৌস সরকার এবং একই ব্যাংকের সাবেক সিনিয়র অফিসার আবু সাদাত মো. সায়েম। এজাহারে বলা হয়, আসামিরা পরস্পর যোগসাজশে রূপালী ব্যাংকের টিসিবি ভবন করপোরেট শাখা থেকে ৫৮ লাখ ৮২ হাজার টাকা উত্তোলন, স্থানান্তর ও আত্মসাৎ করেন। অপরাধলব্ধ আয়ের উৎস গোপন করার লক্ষ্যে স্থানান্তর ও লেয়ারিংয়ের মাধ্যমে দণ্ডবিধির ৪০৬/৪০৯/৪২০/১০৯ ধারা এবং ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারাসহ মানিলন্ডারিং প্রতিরোধ আইন-২০১২ এর ৪(২) ধারা এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইন ২০০৯ এর ৪(২) ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১