বাংলাদেশের খবর

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০১৮

প্রতিবন্ধী শিক্ষার্থীদের হুইল চেয়ার বিতরণ

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মায়া বীরবিক্রম অডিটরিয়ামে প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে হুইল চেয়ারসহ অন্যান্য উপকরন বিতরন করেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী অফিসার ছবি : বাংলাদেশের খবর


মতলব উত্তর উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে প্রাথমিক বিদ্যালয়ে পড়–য়া প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে হুইল চেয়ার’সহ অন্যান্য শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।

সোমবার উপজেলার মায়া বীরবিক্রম অডিটরিয়ামে প্রতিবন্ধী ১৬ শিক্ষার্থীর মাঝে হুইল চেয়ার ও শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মতলব উত্তর উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার।

সহকারী শিক্ষা অফিসার মাহফুজ মিয়ার সঞ্চালনায় প্রতিবন্ধীদের মাঝে উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন মতলব উত্তর উপজেলা পরিষদ চেয়ারম্যান মনজুর আহমদ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মেডিক্যাল অফিসার ডা. জয়নাল আবেদীন, সহকারী শিক্ষা অফিসার মোজাম্মেল হক, সহকারী শিক্ষা অফিসার ওয়ালি উল্যাহ প্রমুখ।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ, অভিভাবক, বিভিন্ন শ্রেণি পেশার লোকজন ও সুবিধাভোগী শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন।

প্রতিবন্ধী ১৬ শিক্ষার্থীর মাঝে হুইল চেয়ার, চশমা, হেয়ারিং এইড বিতরণ করা হয়।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১