বাংলাদেশের খবর

আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০১৮

শৈলকুপায় খেলোয়াড়দের গাড়িতে হামলায় আহত ৫

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুর্ধ-১৭ খেলাশেষে শৈলকুপায় ফেরার পথে খেলোয়াড়দের গাড়ীবহরে হামলায় অাহত দুইজন ছবি : বাংলাদেশর খবর


জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুর্ধ-১৭ খেলাশেষে শৈলকুপায় ফেরার পথে খেলোয়াড়দের গাড়ীবহরে হামলার ঘটনা ঘটেছে।

মঙ্গলবার সন্ধ্যায় ঝিনাইদহের শৈলকুপা উপজেলার গাড়াগঞ্জ বাসষ্ট্যান্ডের কাছে এ ঘটনা ঘটে।

জানা যায়, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল (অনুর্ধ-১৭) টুর্নামেন্টের ঝিনাইদহ জেলা পর্যায়ের খেলা আজ সকালে ঝিনাইাদহ বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান স্টেডিয়ামে উদ্বোধন করেন জেলা প্রশাসক সরোজ কুমার নাথ। খেলার তৃতীয় রাউন্ডে শৈলকুপা উপজেলা বনাম মহেশপুর উপজেলা মুখোমুখি হলে মহেশপুর উপজেলাকে ২-০ গোলে পরাজিত করে শৈলকুপা একাদশ বিজয়ী হয়। খেলাশেষে খেলোয়াড়রা সন্ধ্যায় ঝিনাইদহ থেকে বাসযোগে শৈলকুপার ফেরার পথে গাড়াগঞ্জ বাসষ্ট্যান্ডে পৌছলে একদল দুর্বৃত্তরা বাসটিকে লক্ষ্য করে ইট-পাটকেল ছুড়তে থাকে। গাড়ীতে থাকা খেলোয়াড়দের মধ্য থেকে ৪/৫ জন ইটের আঘাতে ও কাচের টুকরো শরিরে ঢুকে গুরুত্বর আহত হয়। আহতদের শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।

এ বিষয়ে উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শিকদার ওয়াহিদুজ্জামান ইকু থানায় অভিযোগ করেছেন বলে জানিয়েছেন। এ ঘটনায় নিন্দা জানিয়ে হামলাকারীদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ উসমান গনি ও শৈলকুপা থানার অফিসার ইনচার্জ কাজী আয়ুবুর রহমান।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১