বাংলাদেশের খবর

আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০১৮

পীরগঞ্জে সড়ক দুর্ঘটনায় ঘটনায় পিকআপ আটক, মামলা হয়নি

রংপুর-ঢাকা মহাসড়কে জনতার হাতে আটক পিকআপের চাবি বড়দরগা হাইওয়ে পুলিশের এসআই আলমগীর হোসেনের হাতে তুলে দিচ্ছেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য নোমান ইকবার খসরু ছবি: বাংলাদেশের খবর


রংপুর-ঢাকা মহাসড়কে টাটা কোম্পানীর নিজস্ব একটি পিকআপ পরপর দুইটি দুর্ঘটনার পর জনতা চালকসহ পিকআপটি আটক করে হাইওয়ে পুলিশকে দিলেও মামলা নেয়নি। উল্টো আটককৃত চালককে ছেড়ে দিয়েছে। মঙ্গলবার রাতে মহাসড়কের বড় দরগাহ্ হাইওয়ে পুলিশে ঘটনাটি ঘটেছে।

প্রত্যক্ষদর্শীর সুত্রে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যার আগে মহাসড়কের পীরগঞ্জের বড়দরগা হাইওয়ে পুলিশ ফাঁড়ির উত্তরেই বগুড়াগামী টাটা কোম্পানীর নিজস্ব একটি পিকআপ (ঢাকা মেট্রো -ঠ ১৪-১৪২৮) অজ্ঞাতনামা এক মোটর সাইকেল আরোহীকে পিছন থেকে ধাক্কা দেয়। পরে তাকে রংপুরের মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এরপরেই অন্য আরেকটি বাইসাইকেল আরোহীকে মিঠাপুকুরের খাঁঠালী গ্রামের নওফেল উদ্দিনকে ধাক্কা দেয়। তাকে মুমুর্ষু অবস্থায় রংপুর প্রাইম মেডিকেলে ভর্তি করা হয়। অপরদিকে ওই ঘটনার প্রত্যক্ষদর্শী পীরগঞ্জ উপজেলা জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য নোমান ইকবাল খসরু একটি মাইক্রেবাসযোগে পিকআটটির পিছনে পিছনে রংপুর থেকে আসছিলেন। তিনি ওই দুর্ঘটনা দেখে পীরগঞ্জে খবর দিলে বাসষ্ট্যান্ডের লোকজন দুর্ঘটনা কবলিত পিকআপটি চালকসহ আটক করে। পরে বড়দরগা হাইওয়ে পুলিশের এসআই আলমগীর হোসেনকে পিকআপটির চাবি এবং চালককে তার কাছে সোপর্দ করা হয়।  পরে হাইওয়ে পুলিশের পক্ষ থেকে মামলা না করে পিকআটটি আটক রেখে চালককে ছেড়ে দেওয়া হয়েছে।

এ ব্যাপারে এসআই আলমগীর বলেন, কেউ বাদী না হওয়ায় চালককে ছেড়ে দেওয়া হয়েছে। ওই হাইওয়ের ইনচার্জ মোয়াজ্জেম হোসেন বলেন, দুর্ঘটনায় আহতের অবস্থার উপর নির্ভর করছে মামলা হওয়া না হওয়া। তবে তিনি বলেন মীমাংসার চেষ্টা চলছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১