বাংলাদেশের খবর

আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০১৮

বিএনপি নেতা সোহেল ৫ দিনের রিমান্ডে

বিএনপির যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি হাবিব-উন-নবী খান সোহেল সংগৃহীত ছবি


বিএনপির যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি হাবিব-উন-নবী খান সোহেলকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। 

আজ বুধবার আদালতে হাজির করে নাশকতার এক মামলায় পুলিশ তাকে ১০ দিন রিমান্ডে নেওয়ার আবেদন করলে ঢাকা মুখ্য মহানগর হাকিম এ এইচ এম তোয়াহা পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

গত ৩০ জানুয়ারি রাজধানী ঢাকার হাইকোর্ট মোড়ে বিএনপির মিছিল থেকে পুলিশের ওপর হামলা ও প্রিজন ভ্যানের তালা ভেঙে আটক দুইজনকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ ওঠে।

ওই ঘটনায় পুলিশ বাদী হয়ে শাহবাগ থানায় মামলা করে। এ মামলায় সোহেলকে মঙ্গলবার সন্ধ্যায় গুলশান এলাকা থেকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ।

ডিএমপির উপকমিশনার (মিডিয়া) মাসুদুর রহমান জানিয়েছেন, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে সোহেলকে গুলশান এলাকা থেকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশ। তার বিরুদ্ধে নাশকতাসহ বিভিন্ন অভিযোগে অর্ধশতাধিক মামলা রয়েছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১