বাংলাদেশের খবর

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০১৮

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কিলোমিটার যানজট

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তিব্র যানজট সংরক্ষিত ছবি


ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা দাউদকান্দির ঈদগাহ মোড় থেকে মুন্সিগঞ্জের মেঘনা সেতু পর্যন্ত আজও ১৩ কিলোমিটার যানজট রয়েছে।

বৃহস্পতিবার ভোর থেকে শুরু হওয়া এ যানজট শুক্রবার সকাল পর্যন্ত অব্যাহত রয়েছে। 

দাউদকান্দি হাইওয়ে থানার ওসি আবুল কালাম আজাদ জানান, বৃহস্পতিবার ভোর থেকে যানজট অব্যাহত রয়েছে। মেঘনা সেতুর পূর্ব পাশের সংযোগ সড়কে কাজ চলায় ঐ অংশে এক লেনে যানবাহন সেতুতে উঠতে হয়। এতে যানবাহন চলাচল ধীর গতি হয়ে যানজটের সৃষ্টি হয়। এদিকে শুক্রবার ও শনিবার সাপ্তাহিত বন্ধ হওয়ায় মহাড়সকে যানবাহনের চাপ বেশী রয়েছে। যানজটে আটকে আছে শত শত যাত্রীবাহী ও পণ্যবাহী যানবাহন। এতে দুর্ভোগে পোহতে হচ্ছে হাজার হাজার যাত্রীর।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১