বাংলাদেশের খবর

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০১৮

অটোরিকশার ওপর বৈদ্যুতিক তার ছিঁড়ে ৪ জনের মৃত্যু

কুমিল্লা জেলা ছবি : সংগৃহীত


কুমিল্লার নাঙ্গলকোট উপজেলায় সিএনজিচালিত অটোরিকশার ওপর পল্লী বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে চালকসহ চারজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও একজন। 

শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার মৌকারা ইউনিয়নের বাগমারা এলাকায় এ ঘটনা ঘটে। 

স্থানীয়রা জানান, নাঙ্গলকোটগামী সিএনজিচালিত অটোরিকশার ওপর ১১ হাজার ভোল্টের তার ছিঁড়ে পড়লে সিএনজিটিতে আগুন ধরে যায়। এতে ঘটনাস্থলেই একই পরিবারের ৩ জনসহ চারজন নিহত হন।

নিহতরা হলেন- ওমান প্রবাসী আবু বায়েজিদ (২৮), তার বাবা মাওলানা আবু তাহের (৭৫), বায়েজিদের বোন ফাহিমা আক্তার (১৬) এবং অটোরিকশার চালক সারওয়ার আলম (৩০)।

বায়েজিদের স্ত্রী বিবি মরিয়মকে (২০) আহত অবস্থায়কে আহত অবস্থায় লাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে।   

নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, সিএনজিচালিত অটোরিকশার ওপর বৈদ্যুতিক তার ছিঁড়ে পড়লে ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে সিএনজিচালিত অটোরিকশার চালক, এক শিশু ও দুজন নারী রয়েছেন।

ওসি জানান, বায়েজিদ তিন দিন আগে ওমান থেকে দেশে ফেরেন। পরিবারের সদস্যদের নিয়ে দাওয়াত খেতে ওই অটোরিকশায় করে লাঙ্গলকোটের শংকরপুর থেকে ঠোল্লাপাড়ায় শ্বশুরবাড়িতে যাচ্ছিলেন তিনি।

“বাগমারা এলাকায় পল্লী বিদ্যুতের তার ছিঁড়ে তাদের গাড়ির ওপর পড়ে। তাতে বিদ্যুতায়িত হয়ে অটোরিকশায় আগুন ধরে যায় এবং ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়।

পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় একটি মামলা করার প্রক্রিয়া চলছে বলে জানান ওসি।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১