বাংলাদেশের খবর

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০১৮

ডিএনসিসির প্যানেল মেয়র ওসমান গণি আর নেই

ডিএনসিসির প্যানেল মেয়র ওসমান গণি সংগৃহীত ছবি


ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্যানেল মেয়র আর নেই।  আজ শনিবার বাংলাদেশ সময় সকাল সাড়ে ৮টায় সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৯ বছর। তিনি ফুসফুসের ক্যান্সারে ভুগছিলেন। স্ত্রী ও চার পুত্র রেখে গেছেন তিনি। গত ১৪ আগস্ট তিনি চিকিৎসার জন্য সিংগাপুরে যান। মরহুমের লাশ আগামীকাল বেলা ১১টা ৪০ মিনিটে সিংগাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে করে দেশে আনা হবে।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মেসবাহুল ইসলাম এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

প্যানেল মেয়রের মৃত্যুতে ঢাকা দক্ষিণ সিটির মেয়র মোহাম্মদ সাঈদ খোকনও গভীর শোক করেছেন। তিনি বলেন, 'ওসমান গণি অত্যন্ত ত্যাগী নেতা ছিলেন। তিনি সারা জীবন মানুষের কল্যাণে কাজ করে গেছেন। আল্লাহ যেন তাকে জান্নাত নসিব করেন। আমি ঢাকাবাসীর পক্ষ থেকে গভীর শোক জানাচ্ছি।'


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১