বাংলাদেশের খবর

আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০১৮

সালাহকে নিয়ে চিন্তিত নন ক্লপ

মিশরের ফুটবল তারকা মোহামেদ সালাহ সংগৃহীত ছবি


মিশরের ফুটবল তারকা মোহামেদ সালাহ গত মৌসুমে গোলের বন্যায় প্রতিপক্ষকে ভাসিয়েছেন। যদিও চলতি মৌসুমে পাওয়া যাচ্ছে না সেই সালাহকে। তাতে অবশ্য মোটেও চিন্তিত নন লিভারপুল কোচ জুর্গেন ক্লপ।

২০১৭-১৮ মৌসুমে ৪৪ গোল করেছিলেন সালাহ। ইংলিশ প্রিমিয়ার লিগের সর্বোচ্চ গোলদাতা হওয়া এই ফরোয়ার্ডের গত মৌসুমের পারফরম্যান্স মোটেও প্রত্যাশা করেন না ক্লপ। তাই তার গোল না পাওয়া নিয়ে মোটেও চিন্তিত নন জার্মান কোচ। এবারের মৌসুমে ছয় ম্যাচে মাত্র দুইবার লক্ষ্যভেদ করা মিশরীয় তারকা চার সপ্তাহ আগে পেয়েছেন প্রথম গোল। অবশ্য পরিসংখ্যান বলছে, গত মৌসুমের এই পর্যায়ে এবারের চেয়ে মাত্র একটি গোলই বেশি ছিল তার।

ক্লপ সেটাই মনে করিয়ে দিলেন, ‘হয়তো কারো মনেই নেই (গত মৌসুমটা সালাহ শুরু করেছিল কীভাবে)।’ সাউদাম্পটনের বিপক্ষে মাঠে নামার আগে সংবাদমাধ্যমের মুখোমুখি হন লিভারপুল কোচ। কিন্তু গত মৌসুমের পারফরম্যান্সের পর এবার সালাহর কাছে প্রত্যাশা তো অনেক বেড়ে গেছে। বরুশিয়া ডর্টমুন্ডের সাবেক কোচ সেটা মানছেন, ‘অবশ্যই প্রত্যেকেরই প্রত্যাশা আছে, এটা পরিষ্কার।’ তবে নিজের কথাটাও স্পষ্ট জানিয়ে দিলেন, ‘আমাদের কোনো প্রত্যাশা নেই। যদিও আমরা চাইব সম্ভব হলে সে যেন মাঝেমধ্যে গোল করে।’

মিশরীয় ফরোয়ার্ড এখনো প্রতিপক্ষের জন্য ভয়ের বলে বিশ্বাস করেন ক্লপ, ‘ও দলের জন্য অনেক কাজ করছে। ফরোয়ার্ডের কোনো খেলোয়াড় গোল না পেলে তাদের সময় লাগে, এটাই স্বাভাবিক। তবে সে এখনো প্রতিপক্ষের জন্য ভয়ের।’


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১