বাংলাদেশের খবর

আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০১৮

বাছাইপর্বে চ্যাম্পিয়ন বাংলাদেশ

গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই দ্বিতীয় রাউন্ডে উঠেছে বাংলাদেশ ছবি : সংগৃহীত


অলিখিত ফাইনালে আজকের ম্যাচে সমান পয়েন্টের সঙ্গে সমান গোলগড় নিয়ে মাঠে নামে বাংলাদেশ এবং ভিয়েতনাম। উভয় দলের সামনেই ছিল গ্রুপসেরা হয়ে দ্বিতীয় রাউন্ডে ওঠার সুযোগ।

জয় হয়েছে বাংলাদেশেরই। অপরাজিতভাবে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে এএফসি অনূর্ধ্ব-১৬ নারী চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় পর্বে উঠে গেছে বাংলাদেশ।

আজ রোববার কমলাপুর শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামে ভিয়েতনামকে হারিয়েছে ২-০ গোলে।

শুরু থেকেই রক্ষণাত্মক খেলতে থাকে ভিয়েতনামের মেয়েরা। তবে শেষ রক্ষা হয়নি। ম্যাচের ৪৫ মিনিটে তহুরার গোলে এগিয়ে যায় বাংলাদেশ।

৫৯ মিনিটে তহুরা বল জালে পাঠিয়ে গোল উদযাপন শুরু করলেও তার আগেই সহকারী রেফারি অফসাইডের পতাকা উঁচিয়ে দেন। তবে ব্যবধান বাড়াতে বেশি সময় নেয়নি বাংলাদেশ। ৬৩ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন আঁখি।

শেষ পর্যন্ত আর গোলের দেখা পায়নি কোনো দলই। ফলে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েই পরের রাউন্ডে উঠে যায় বাংলাদেশ।

এর আগেও ২০১৬ সালে ঢাকায় অনুষ্ঠিত বাছাইপর্বে চ্যাম্পিয়ন হয়েই অনূর্ধ্ব–১৬ এশিয়ান চ্যাম্পিয়নশিপে নাম লিখিয়েছিল বাংলাদেশ। সঙ্গে গত বছরের সাফ চ্যাম্পিয়নশিপে চ্যাম্পিয়ন, হংকংকে জকি কাপে চ্যাম্পিয়ন, ভুটানে সাফ ফুটবলে রানার্সআপ এরপর আবার এএফসি বাছাইপর্বে চ্যাম্পিয়ন। দুরন্ত মেয়েদের জয়রথ ছুটছেই।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১