বাংলাদেশের খবর

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০১৮

মাদরাসা শিক্ষার্থীর শ্লীলতাহানির অভিযোগে শিক্ষককে পুলিশে সোপর্দ

মাদরাসা শিক্ষার্থীর শ্লীলতাহানি প্রতীকী ছবি


ঘাটাইলে এক মাদরাসার ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে গোলাম হোসেন (৪০) নামে এক শিক্ষককে মারধর ও তার ব্যবহৃত মোটরসাইকেল পুড়িয়ে পুলিশে দিয়েছে এলাকাবাসী।

গত সোমবার সকালে উপজেলার দেওপাড়া ইউনিয়নের ভোজদত্ত গ্রামে এ ঘটনা ঘটে। অভিযুক্ত শিক্ষক বীরবাসিন্দা ভোজদত্ত দাখিল মাদরাসার বিএসসি শিক্ষক।

পুলিশ ও ছাত্রীর বাবার লিখিত অভিযোগ থেকে জানা যায়, উপজেলার বীরবাসিন্দা ভোজদত্ত দাখিল মাদরাসার বিএসসি শিক্ষক গোলাম হোসেন। তার বাড়ি উপজেলার দেলুটিয়া গ্রামে। গত ১৫ সেপ্টেম্বর সপ্তম শ্রেণির (তাহমিনা) নামক এক ছাত্রী তার কাছে প্রাইভেট পড়তে গেলে ছাত্রীটি শ্লীলতাহানির শিকার হন। এ ঘটনা তাহমিনা তার বাবা-মাকে জানালে বাবা হাছান আলী এ ব্যাপারে মাদরাসা পরিচালনা কমিটির কাছে লিখিত অভিযোগ করেন। অভিযোগের প্রেক্ষিতে গত ১৬ সেপ্টেম্বর মাদরাসা পরিচালনা পরিষদ অভিযুক্ত শিক্ষককে পাঠদান থেকে বিরত রেখে কারণ দর্শানোর নোটিশ দেয়। এই অবস্থায় গত সোমবার সকালে অভিযুক্ত শিক্ষক মটরসাইকেল যোগে মাদরাসায় যান। তিনি মাদরাসা এলাকায় অবস্থান করছেন এই খবর পেয়ে গ্রামবাসী, অভিভাবক ও শিক্ষার্থীরা বিক্ষুদ্ধ হয়ে তার উপর হামলা চালায়। এক পর্যায়ে মারধর করে আটকে রাখে এবং তার ব্যবহৃত মোটরসাইকেলটি পুড়িয়ে দেয়। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে শিক্ষক গোলাম হোসেনকে উদ্ধার করে থানায় নিয়ে আসেন।

মাদরাসা পরিচলানা কমিটির সভাপতি আঃ খালেক ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, অভিযুক্ত শিক্ষককে মাদরাসায় আসতে বারণ করার পরও তিনি মাদরাসায় আসায় বিক্ষুদ্ধ লোকজন এ ঘটনা ঘটিয়েছে।

এ ব্যাপারে ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাকসুদুল আলম জানান, নির্যাতিত ছাত্রীটির বাবা থানায় অভিযোগ দিয়েছেন। অভিযুক্ত শিক্ষক ঘাটাইল থানার পুলিশ হেফাজতে আছে। ঘটনাটি তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১