বাংলাদেশের খবর

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০১৮

স্বল্প সুদে সরকারি চাকুরেদের গৃহঋণ

৫ প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করল সরকার

স্বল্প সুদে সরকারি চাকুরেদের গৃহঋণ দিবে সরকার প্রতীকী ছবি


সরকারি চাকুরেদের স্বল্প সুদে গৃহঋণ দিতে রাষ্ট্রায়ত্ত চার বাণিজ্যিক ব্যাংক ও বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইন্যান্স করপোরেশনের সঙ্গে চুক্তি করেছে সরকার। গতকাল মঙ্গলবার অর্থ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের উপস্থিতিতে এ চুক্তি সই হয়। অর্থ বিভাগের অতিরিক্ত সচিব জাফর উদ্দিন এবং ঋণ প্রদানকারী ৫ প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক-এমডি ও প্রধান নির্বাহীরা চুক্তিতে সই করেন। সোনালী ব্যাংকের এমডি ও সিইও ওবায়েদ উল্লাহ আল মাসুদ, জনতা ব্যাংকের এমডি আবদুছ ছালাম আজাদ, অগ্রণী ব্যাংকের এমডি মো. শামস-উল ইসলাম এবং রূপালী ব্যাংকের এমডি আতাউর রহমান প্রধান চুক্তিতে সই করেন। বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইন্যান্স করপোরেশনের পক্ষে চুক্তিতে সই করেন প্রতিষ্ঠানটির এমডি দেবাশীষ চক্রবর্তী।

অনুষ্ঠানে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব মো. আসাদুল ইসলাম ও অর্থ বিভাগের ভারপ্রাপ্ত সচিব আবদুর রউফ তালুকদার উপস্থিত ছিলেন।  

অর্থমন্ত্রী বলেন, এখন আবাসনে জোর দিচ্ছে সরকার। শতভাগ আবাসন নিশ্চিত করতে সময় লাগবে। এখন দেশে ৬০ শতাংশের আবাসন আছে, বাকিরা ঝুপড়ি-টুপড়িতে থাকে। তবে এটাও লক্ষণীয় যখন বিমানে ঢাকায় এসে নামি, তখন সিলভার ব্যাপকতা (টিন) দেখা যায়। এর থেকে বোঝা যায় সর্বব্যাপী উন্নয়ন হয়েছে, শহরের মধ্যে সীমাবদ্ধ নয়। সারা দেশে উন্নয়নের ছোঁয়া লেগেছে।

তিনি বলেন, খাদ্য, শিক্ষা, স্বাস্থ্য ও আবাসন আমাদের নিশ্চিত করা প্রয়োজন। আমরা খাদ্যে ভালো অবস্থানে আছি, শিক্ষার ব্যাপারে যথেষ্ট অগ্রগতি করেছি। স্বাস্থ্য খাতে খুব বেশি স্বীকৃত না হলেও ব্যাপক উন্নতি হয়েছে কমিউনিটি হাসপাতালগুলোর মাধ্যমে।

অনুষ্ঠানে জানানো হয়, সরকারি ব্যবস্থাপনায় ব্যাংক থেকে স্বল্প সুদে গৃহঋণে আগ্রহী সরকারি চাকুরেরা আগামী ১ অক্টোবর থেকে অনলাইনে আবেদন করতে পারবেন। একজন কর্মকর্তা সর্বোচ্চ ৭৫ লাখ টাকা পর্যন্ত ঋণ পাবেন।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে সরকারি চাকুরেদের সুযোগ-সুবিধা বাড়াচ্ছে সরকার। দেওয়া হচ্ছে পদোন্নতি, গাড়ি ও বাড়ি কিনতে ঋণ।

সরকারি চাকুরেরা ১০ শতাংশ সুদে বর্তমানে গৃহঋণ পেয়ে থাকেন বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইন্যান্স করপোরেশন থেকে। গত জুন মাসে অর্থমন্ত্রী বলেছিলেন, জুলাইয়ে শুরু হওয়া নতুন অর্থবছর থেকেই স্বল্প সুদে গৃহঋণ মিলবে। এরই মধ্যে এ-সংক্রান্ত একটি বিশদ নীতিমালা করেছে সরকার। নীতিমালা মোতাবেক, চাকরি স্থায়ী হওয়ার ৫ বছর পর থেকে সরকারি চাকুরেরা এই ঋণ পাবেন। আর সর্বোচ্চ সময় হবে ৫৬ বছর। ঋণের সর্বনিম্ন সীমা ২০ লাখ টাকা। ঋণের জন্য কার্যত ব্যাংকগুলো ১০ শতাংশ সুদ নেবে। তবে গ্রাহক দেবে ৫ শতাংশ। বাকি শতাংশ দেবে সরকার। বর্তমানে সরকারি চাকরিজীবী প্রায় ২১ লাখ।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১