বাংলাদেশের খবর

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০১৮

হিলি বন্দর দিয়ে পাথর আমদানি বন্ধ

হিলি স্থলবন্দর ছবি : বাংলাদেশের খবর


ভারতীয় রফতানিকারকদের দ্বন্দের কারণে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে গত ৪ দিন ধরে পাথর আমদানি বন্ধ রয়েছে। ফলে এ বন্দর দিয়ে গেল ৪ দিনে কোন পাথরবাহী ট্রাক বাংলাদেশে প্রবেশ করেনি। এদিকে পাথর আমদানি বন্ধ থাকায় দামও বেড়েছে কিছুটা। তবে বন্দর দিয়ে অন্যান্য পণ্য আমদানি স্বাভাবিক রয়েছে।

হিলি স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি হারুন-উর-রশিদ হারুন জানান, গত শনিবার ভারতে দুই পাথর ব্যবসায়ীদের মধ্যে রপ্তানি সংক্রান্ত কারণে সংঘর্ষের ঘটনা ঘটে। তারপর থেকেই মুলত হিলি স্থলবন্দর দিয়ে পাথর রপ্তানি বন্ধ রেখেছেন ভারতের ব্যবসায়ীরা।

হিলি স্থলবন্দরের কয়েকজন পাথর আমদানিকারক জানান, এ বন্দর দিয়ে আমদানিকৃত পাথর দিয়ে পদ্মা সেতু, রুপপুর পারমানবিক কেন্দ্রসহ বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের উন্নয়নমুলক কাজে ব্যবহৃত করা হয়। কিন্তু পাথর আমদানি বন্ধ থাকায় এর প্রভাব পড়েছে ওইসব উন্নয়নমুলক কাজে। তবে অচিরেই এ সমস্যার সমাধান হবে বলে মনে করেন তারা।

হিলি স্থলবন্দর কাষ্টমস সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সভাপতি কামাল হোসেন রাজ জানান, ভারতের ব্যবসায়ীদের মধ্যে সৃষ্ট ঘটনায় তারা সমাধানের জন্য বৈঠক ডেকেছেন। সমাধান হলেই এ বন্দর দিয়ে পাথর আমদানি স্বাভাবিক হয়ে আসবে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১