বাংলাদেশের খবর

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০১৮

গফরগাঁওয়ে প্রবাসীর স্ত্রী-পূত্র অপহরণ, ১০লক্ষ টাকা মুক্তিপণ দাবী

গফরগাঁও ম্যাপ


ময়মনসিংহের গফরগাঁওয়ে এক সৌদি প্রবাসীর স্ত্রী তাসলিমা খাতুন(৪০) ও তার আড়াই বছর বয়সী ছেলে মোহাম্মদ আলীকে অপহরণ।

ঘটনাটি ঘটে গত মঙ্গলবার বিকালে পৌর এলাকার রোস্তম আলী গোলন্দাজ উচ্চ বিদ্যালয় মার্কেটের সামনে। এ ঘটনায় রাতে অপহৃতার মেয়ে ঝুমা আক্তার বাদী হয়ে গফরগাঁও থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

দায়েরকৃত অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার দৌলতপুর গ্রামের বাসিন্দা ও সৌদি প্রবাসী বাচ্চু মিয়ার স্ত্রী তাসলিমা খাতুন(৪০) ও তার আড়াই বছর বয়সী ছেলে মোহাম্মদ আলীকে সঙ্গে নিয়ে মঙ্গলবার দুপুরে মধ্য বাজারস্থ অগ্রনী ব্যাংক থেকে টাকা উত্তোলন করেন। পরে দৌলতপুর নিজ বাড়ি যাওয়ার উদ্দেশ্যে গোহাটা অটোস্ট্যান্ডে যাওয়ার সময় স্থানীয় রোস্তম আলী গোলন্দাজ উচ্চ বিদ্যালয় মার্কেটের সামনে এলে একটি মাইক্রো বাস থেকে অজ্ঞাত এক পুরুষ ও এক নারী নেমে তাসলিমা আক্তার ও তার পুত্র সন্তানের নাকে রুমাল চেপে অজ্ঞান করে লোকজন কিছু বুঝে উঠার আগেই গাড়িতে তুলে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। পরে সন্ধা ৬টার দিকে তাসলিমা খাতুন তার ব্যবহৃত মোবাইল নম্বর থেকে মেয়ে ঝুমা আক্তারকে ফোন করে জানান অপহরণকারীরা ছেলে সহ তাকে অপহরন করে অজ্ঞাত স্থানে আটকে রেখে মারধর করছে । ১০লক্ষ টাকা মুক্তিপণ দিলে ছেড়ে দিবে। এ ঘটনায় রাতেই অপহৃতার বড় মেয়ে ঝুমা আক্তার গফরগাঁও থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

গফরগাঁও থানার ওসি(তদন্ত) মনিরুল ইসলাম বলেন, এ ব্যাপারে লিখিত একটি অভিযোগ পেয়েছি। অভিযান চালাতে অপহরণকারীদের অবস্থান চিহ্নিতের কাজ চলছে ।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১