বাংলাদেশের খবর

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০১৮

শাহ আমানত বিমানবন্দরে ইউএস-বাংলার এয়ারলাইন্সের জরুরি অবতরণ

ইউএস-বাংলার এয়ারলাইন্সের জরুরি অবতরণ সংগৃহীত ছবি


ঢাকা থেকে কক্সবাজারগামী ইউএস বাংলা এয়ারলাইন্সের একটি বিমান চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে ক্র্যাশ ল্যান্ডিং করেছে। এর আগে ঢাকা থেকে ১৭১ জন আরোহী নিয়ে কক্সবাজারের পথে রওনা হওয়া ইউএস-বাংলা এয়ারলাইন্সের উড়োজাহাজটি।

ঢাকা থেকে কক্সবাজারগামী ইউএস-বাংলার বিএস-১৪১ অথবা বিএস-১৪৩ ফ্লাইটে ত্রুটি দেখা দেয়ায় সেটি চট্টগ্রামে জরুরি অবতরণ করেছে। এর আগে ফ্লাইটটির ল্যান্ডিং গিয়ার নামছিল না বলে এয়ার ট্রাফিক কন্ট্রোল (এটিসি) রুমকে জানিয়েছেন ফ্লাইটের পাইলট।

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের এয়ার ট্রাফিক অফিস জানায়, চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে জরুরি অবতণের সময় বিমানটিতে ৭১ জন যাত্রী এবং ৭ জন ক্রু ছিলেন। ঘটনার পর থেকে রানওয়ে বন্ধ রয়েছে।

তবে এখন পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। ভেতরের অবস্থা সম্পর্কে এখনও কিছু জানা যায়নি দুর্ঘটনার পরপরই যাত্রীদের উদ্ধারে কাজ করছে বিমান কর্তৃপক্ষ।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১