বাংলাদেশের খবর

আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০১৮

মেহজাবিনের অমৃত কথা

অভিনেত্রী মেহজাবিন চৌধুরী সংগৃহীত ছবি


টিভি নাটকের জনপ্রিয় অভিনেত্রী মেহজাবিন চৌধুরী। অভিনয়গুণে জয় করে নিয়েছেন অসংখ্য ভক্তের মন। বিশেষ দিবসে মেহজাবিন অভিনীত নাটকগুলোর কদর তো থাকে; দিবস ছাড়াও বিশেষ নাটকগুলোতেও তার কদর রয়েছে বেশ। সম্প্রতি মেহজাবিন অভিনয় করেছেন ‘অমৃত কথা’ শিরোনামের একটি নাটকে। মাসুম শাহরিয়ারের রচনায় নাটকটি পরিচালনা করেছেন এল আর সোহেল।

নাটকের গল্পে দেখা যাবে, একটি প্রাইভেট ফার্মে চাকরি করেন রঞ্জু। মাকে নিয়ে তার সংসার। এক সকালে রঞ্জুর গলা দিয়ে রক্তপাত হতে শুরু করে। নানা রকম টেস্টের পর ডাক্তার জানান, অবস্থা খুব খারাপ। গলা দিয়ে একটি শব্দও বের করতে পারবেন না তিনি। টানা সাত দিন বিশ্রামে থাকতে হবে তাকে। এরপর শুরু হয় একটা নির্বাক গল্প। শুরু হয় রঞ্জুর মূকাভিনয়।

নাটকটি প্রসঙ্গে পরিচালক বলেন, ‘নাটকের শেষ অংশটা দর্শকদের চমকে দেবে। সত্যিকারের ভালোবাসার গল্পের কোনো সংলাপ দরকার হয় না। ভালোবাসতে ভাষা লাগে না, ভালোবাসার চেয়ে সুন্দর কোনো ভাষা নেই। দর্শকদের এটাই দেখাতে চেয়েছি আমরা। আশা করছি নাটকটি দর্শকদের মন ছুঁয়ে যাবে।’

‘অমৃত কথা’ নাটকে মেহজাবিন ছাড়া আরো অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ, ডেইজি আহমেদ, প্রিমা, ফারহাদ বাবু প্রমুখ। আগামীকাল রাত ৯টা ৫ মিনিটে এনটিভিতে প্রচার হবে নাটকটি।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১