বাংলাদেশের খবর

আপডেট : ০৫ অক্টোবর ২০১৮

সংশোধিত আরপিও অনুমোদন পেলে সীমিত আকারে ইভিএম ব্যবহার

প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা সংগৃহীত ছবি


আগামী জাতীয় সংসদ নির্বাচনে সারাদেশব্যাপী ৩০০ আসনে ইভিএম ব্যবহার করার কোনো সুযোগ নেই। তবে সংশোধিত আরপিও অনুমোদন পেলে সীমিত আকারে পরীক্ষামূলকভাবে কিছু জায়গায় আরপিও সংশোধনের মাধ্যমে ইভিএম ব্যবহার করা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা।

আজ ‍শুক্রবার সিলেটে উন্নয়ন মেলায় 'ইভিএম স্টল' প্রদর্শন করে এ কথা বলেন তিনি।

সিইসি বলেন, ‘সিদ্ধান্তের একটা পর্যায় বাকি আছে সেটি হল আরপিও। ওইটিকে পরিবর্তন করতে হবে, সংশোধন করতে হবে। সংশোধন এখনো হয়নি। তবে আমরা সংশোধনের জন্য সরকারের কাছে প্রস্তাব পাঠিয়েছি। আর অন্যান্য যে প্রস্তুতি সেগুলো আমরা গ্রহণ করেছি।’

তিনি আরো বলেন, ‘আগামী জাতীয় সংসদ নির্বাচনে তিনশ আসনে ইভিএম ব্যবহারের সুযোগ নেই। অত সক্ষমতা আমাদের নেই। একেবারে সীমিত আকারে করবো। এখনো জানি না প্রশিক্ষণ দেয়ার পরে কত লোক এবং কত মেশিন রেডি করতে পারবো। তার উপরই নির্ভর করবে।’

ইভিএম পদ্ধতিতে কয়েকটি রাজনৈতিক দলের বিরোধিতা প্রসঙ্গে তিনি বলেন, ‘এখনো মানুষের কাছে ইভিএম পরিচিত করা যায়নি। তাই এ পদ্ধতি সম্পর্কে এখনো সবার স্বচ্ছ ধারণা নেই। দেশের ৬৪টি জেলায় ইভিএম পদ্ধতিতে ভোটগ্রহণ প্রদর্শনী শুরু হয়েছে। এই প্রদর্শনী দেখলে রাজনৈতিক দলগুলোর ইতিবাচক ধারণা তৈরি হবে।’

 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১