বাংলাদেশের খবর

আপডেট : ০৬ অক্টোবর ২০১৮

পোপ ও ক্লিনটন


ঘটনাক্রমে আমেরিকার সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন এবং পোপ মারা গেলেন। একই দিনে।

মৃত্যুর পর ব্যাপক হিসাব-নিকাশ হলো। দুজনেরই বর্ণাঢ্য জীবন। সারাদিন, সারারাত লাগল হিসাব মেলাতে। তবু একটা বড় ভুল হয়ে গেল। এই অফিসিয়াল ভুলের জন্য পোপকে পাঠানো হলো দোজখে। ক্লিনটন পেয়ে গেলেন বেহেশত।

পোপ দোজখে পৌঁছানোর পর সবাই অবাক হলো। একটা হইচই পড়ে গেল সেখানে। অফিসিয়ালরা দৌড়ঝাঁপ শুরু করল। খাতা-পত্তর নিয়ে আবার সবাই বসল। এবং শেষমেশ ভুলটা ধরা পড়ল।

সেদিনের জন্য অফিস টাইম শেষ হয়ে যাওয়ায় পোপকে একরাত দোজখেই কাটাতে হলো। ক্লিনটনকেও একরাত বেহেশতে কাটাতে হলো।

পরদিন সকালবেলা পোপ প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে হাঁটা শুরু করলেন বেহেশতের দিকে। পথেই দেখা হলো ক্লিনটনের সঙ্গে। ক্লিনটন ফিরছিলেন দোজখের দিকে।

‘তা কেমন লাগল দোজখের সময়টা?’ জানতে চাইলেন ক্লিনটন।

‘ওহ, দারুণ! বড় ধরনের একটা অভিজ্ঞতা হলো আমার। এই অভিজ্ঞতা ছাড়া জীবন অসম্পূর্ণ থেকে যেত।’ উত্তর দিলেন পোপ। ওখানকার কর্মকর্তাদের একটা ধন্যবাদ জানিয়ে পোপ যোগ করলেন, ‘অবশেষে আমি আমার কাঙ্ক্ষিত বেহেশতে যেতে পারছি ভেবে ভালো লাগছে। আমি এখন উদগ্রীব হয়ে আছি বেহেশতে ঢোকার জন্য। সেখানে নিশ্চয়ই আমার জন্য সুন্দরী কুমারী রাখা রয়েছে।’

‘আমি দুঃখিত মাননীয় পোপ’ ছোট্ট একটা কাশি দিয়ে বললেন ক্লিনটন, ‘কুমারী পেতে হলে আপনাকে প্রথম দিনই বেহেশতে যেতে হতো!’


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১