বাংলাদেশের খবর

আপডেট : ০৭ অক্টোবর ২০১৮

পর্দা নেমেছে জাতীয় উন্নয়ন মেলার

অফিসেও সেবার মান বাড়ানোর তাগিদ

কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী সংরক্ষিত ছবি


তিন দিনব্যাপী উদ্যাপন হওয়া চতুর্থ জাতীয় উন্নয়ন মেলার পর্দা নেমেছে গতকাল শনিবার। রাজধানীর আগারগাঁও বাণিজ্য মেলার মাঠে আয়োজিত অনুষ্ঠানে মেলার সমাপনী ঘোষণা করেন প্রধান অতিথি কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী। ঢাকা বিভাগীয় কমিশনার কেএম আলী আজমের সভাপতিত্বে অনুষ্ঠানে মন্ত্রিপরিষদ সচিব শফিউল আলম, প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখ্য সচিব নজিবুর রহমান, এসডিজি-বিষয়ক মুখ্য সমন্বয়ক আবুল কালাম আজাদ বক্তব্য দেন। সমাপনী অনুষ্ঠানে সরকারের গত ১০ বছরের উন্নয়নের বিভিন্ন বিষয় তুলে ধরা হয়। মেলায় দেওয়া সেবার মতো সংশ্লিষ্ট দফতরেও সেবার মান বাড়ানোর তাগিদ দেওয়া হয় অনুষ্ঠানে। প্রধান অতিথির বক্তব্যে কৃষিমন্ত্রী বলেন, বর্তমান সরকার ক্ষমতায় আসার আগে দেশের মানুষ ‘ডিজিটাল’ শব্দটাই জানত না। ডিজিটালের কথা মানুষ জেনেছে এ সরকারেরর কারণে। ১০ বছরের ব্যবধানে এখন ইউনিয়ন পরিষদে ডিজিটাল সেবা পাওয়া যাচ্ছে। শেখ হাসিনার উন্নয়ন দর্শনের সুবাদে ২০৪১ সাল নাগাদ উন্নত দেশ গড়ার দিকে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। মতিয়া চৌধুরী আরো বলেন, বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল ক্ষুধামুক্ত উন্নত দেশ গড়া। তিনি সে স্বপ্ন পূরণ করে যেতে পারেননি। সেটা করছেন তার কন্যা শেখ হাসিনা। স্থায়ী দারিদ্র্যমুক্তির দর্শন নিয়ে এসেছে এ সরকার। নারীর ক্ষমতায়ন, শিক্ষা ও সংস্কৃতি, অনলাইন সেবা কার্যক্রম দুর্বার গতিতে এগিয়ে চলছে। মুখ্য সচিব নজিবুর রহমান বলেন, উন্নয়ন নিয়ে মানুষের আগ্রহ বাড়ছে। উন্নয়ন মেলা থেকে এ বিষয়টি বোঝা যায়। সবাই এসে উন্নয়ন দেখছে। আরো স্বপ্ন দেখছে। মেলায় তরুণদের অংশগ্রহণ বাড়ানোর চেষ্টা ছিল বলে মন্তব্য করেছেন মুখ্য সচিব। সেটা সফল হয়েছে বলেও তিনি দাবি করেন। আবুল কালাম আজাদ বলেন, পাসপোর্ট অধিদফতর ও সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) স্টলে বেশ ভিড় ছিল। মেলার মতো হয়তো এই দুই সংস্থার অফিসে সেবা দেওয়া হয় না। অফিসেও ভালো সেবা পাওয়া গেলে মেলায় এত ভিড় হতো না। মেলার মতো অফিসেও দ্রুত সেবা দেওয়া হলে দেশ আরো এগিয়ে যাবে বলে তিনি মনে করেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১