বাংলাদেশের খবর

আপডেট : ০৭ অক্টোবর ২০১৮

হাইতিতে ভূমিকম্পে নিহত ১১

হাইতিতে ভূমিকম্পের অবস্থান সংগৃহীত ছবি


হাইতিতে ৫.৯ মাত্রার আঘাত হেনেছে। দেশটি উত্তর-পশ্চিম উপকূলের অদূরে শনিবার রাতে সংগঠিত এ ভূমিকম্পে অন্তত ১১ জন নিহত হয়েছে। দেশটির কর্মকর্তাদের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এমন তথ্য জানানো হয়।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় নগরী পোর্ট-ডি-পাইক্স থেকে প্রায় ১৯ কিলোমিটার দূরে।

সরকারি মুখপাত্র এডি জ্যাকসন এলেক্সিস বলেন, এখন পর্যন্ত ১১ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। তিনি জানান, দুর্যোগ মোকাবেলায় টাস্ক ফোর্স গঠন করা হয়েছে।

স্থানীয় সময় সন্ধ্যা ৮টা ১০ মিনিটে ১১.৭ কিলোমিটার গভীরে ভূমিকম্পটি আঘাত হানে।

হাইতির প্রেসিডেন্ট জোভেনাল মোইজে টুইটারে দেশবাসিকে ‘শান্ত থাকার’ আহ্বান জানিয়েছেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১