বাংলাদেশের খবর

আপডেট : ০৮ অক্টোবর ২০১৮

পূর্বাঞ্চল রেলে ১৫ দিনে ট্রেনে কাটা পড়ে ৫ জনের মৃত্যু


আখাউড়া জংশনের নিয়ন্ত্রণাধীন পূর্বাঞ্চল রেলপথে গত ১৫ দিনে ট্রেনে কাটা পড়ে ৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৪ জনের পরিচয় রেলপুলিশ জানতে পারলেও বাকি ১ জনের পরিচয় জানা যায়নি। ওই ৫ জনের মৃতদেহ পুলিশ ঘটনাস্থল থেকে উদ্ধার করেছে। এর মধ্যে পরিচয় না পাওয়ায় একজনকে বেওয়ারিশ লাশ হিসেবে দাফন করা হয়। পুলিশ বলছে, অসাবধানতায় রেললাইন পারাপার এবং ট্রেনের ছাদ ও বগির সংযোগস্থলে বসে ভ্রমণ করায় এসব দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

গত শনিবার ঢাকা-চট্টগ্রাম রেলপথে ব্রাহ্মণবাড়িয়ার ভাদুগর এলাকায় রেলব্রিজের পাশ থেকে অজ্ঞাত তরুণীর খণ্ডিত লাশ উদ্ধার করা হয়। গত ৪ অক্টোবর ব্রাহ্মণবাড়িয়ার শিমরাইলকান্দি এলাকায় ট্রেনে কাটা পড়ে শিরিন (১৪) ও পুষ্প (১২) নামে দুই বোনের মর্মান্তিক মৃত্যু হয়। তারা জেলার বিজয়নগরের চরইসলামপুর গ্রামের মো. শফিকুল ইসলামের মেয়ে। গত ২০ সেপ্টেম্বর আজমপুর থেকে রুনা বেগম (২১) নামে এক নারীর মৃতদেহ উদ্ধার করে রেলপুলিশ। একই দিন ব্রাহ্মণবাড়িয়া স্টেশন এলাকায় ট্রেনে কাটা পড়ে জগদীপ দেবে (৬৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১