বাংলাদেশের খবর

আপডেট : ০৯ অক্টোবর ২০১৮

ফুটবলের সঙ্গে জয়া

অভিনেত্রী জয়া আহসান সংগৃহীত ছবি


জয়া আহসান আগেই জানিয়েছিলেন, ‘দেবী’ চলচ্চিত্রের প্রচারণার অংশ হিসেবে বিভিন্ন কার্যক্রমে তাকে দেখা যাবে। তারই অংশ হিসেবে ‘বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল- ২০১৮’ টুর্নামেন্টের সঙ্গে ‘ফেস অব বাংলাদেশ’ হিসেবে নিজেকে যুক্ত করেছেন তিনি। শুধু জয়া একাই নন, ‘দেবী’ চলচ্চিত্রের পুরো টিমই এই টুর্নামেন্টের সঙ্গে যুক্ত হচ্ছে।

বাংলাদেশ ফুটবল ফেডারেশন অর্থাৎ বাফুফে আয়োজিত এই টুর্নামেন্টের এবারের স্বত্ব প্রদান করা হয়েছে কে স্পোর্টসকে। কে স্পোর্টস থেকে জানানো হয়েছে, এবার ক্রীড়া ব্যক্তিত্বরা তো সম্পৃক্ত আছেনই, সেই সঙ্গে সাংস্কৃতিক জগতের মানুষ হিসেবে যুক্ত হলেন জয়া আহসান।

ইতোমধ্যেই সিলেটে প্রচারণা শেষে কক্সবাজার এবং সর্বশেষ ১২ অক্টোবর ফাইনাল খেলায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে হাজির থাকবেন জয়া আহসান ও তার ‘দেবী’ দল। সেখানে উপস্থিত দর্শকদের জন্য থাকছে বেশ কিছু চমক।

‘বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল-২০১৮’-এর সঙ্গে সম্পৃক্ত হওয়া প্রসঙ্গে জয়া আহসান বলেন, ‘আমি অভিনয়ের মানুষ। খেলাধুলায় বিশেষজ্ঞ নই। তবে ভালোবাসি। এই ফুটবল নিয়ে একটি বড় টুর্নামেন্ট হচ্ছে এবং সেখানে আমাকে ও আমার প্রযোজিত প্রথম চলচ্চিত্রের পুরো পরিবারকে আমন্ত্রণ জানানো হয়েছে, বিষয়টি একজন অভিনেত্রী ও নব্য প্রযোজক হিসেবে অত্যন্ত সম্মানজনক। কারণ শুধু ফুটবলই নয়, এই টুর্নামেন্টের সঙ্গে যুক্ত আছে আমাদের জাতির পিতা বঙ্গবন্ধুর নাম। বিষয়টি নিয়ে আমি বেশ গর্বিত।’

জয়া আহসান আরো বলেন, ‘কথা দিচ্ছি, শুধু এই টুর্নামেন্ট নয়, ভবিষ্যতে আমাদের ক্রীড়াঙ্গনের যেকোনো খেলায় অনুপ্রেরণা দেওয়ার জন্য পাশে থাকার সর্বোচ্চ চেষ্টা করব।’

জয়া আহসান প্রযোজিত, অনম বিশ্বাস পরিচালিত ‘দেবী’ মুক্তি পাচ্ছে আসছে ১৯ অক্টোবর। হুমায়ূন আহমেদের উপন্যাস অবলম্বনে তৈরি এই ছবিতে মিসির আলী চরিত্রে অভিনয় করছেন চঞ্চল চৌধুরী আর রানু চরিত্রে করছেন জয়া আহসান। ছবিটি সরকারি অনুদানের পাশাপাশি প্রযোজনা করছে জয়া আহসানের প্রতিষ্ঠান সি-তে সিনেমা।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১