বাংলাদেশের খবর

আপডেট : ০৯ অক্টোবর ২০১৮

পাবনা-৪ আসন

ভূমিমন্ত্রীকে মনোনয়নে ঈশ্বরদীর তৃণমূল আ. লীগের সমর্থন

পাবনা-৪ আসনে ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ এমপিকে ৫ম বারের মতো দলীয় মনোনয়নের জন্য ঈশ্বরদীর তৃণমূল আওয়ামী লীগ মসর্থন জানিয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ঈম্বরদী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মকলেছুর রহমান মিন্টু। ছবি : বাংলাদেশের খবর


পাবনা-৪ আসনে ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ এমপিকে ৫ম বারের মতো দলীয় মনোনয়নের জন্য ঈশ্বরদীর তৃণমূল আওয়ামী লীগ সমর্থন জানিয়েছে। সোমবার রাতে বর্ধিত সভা শেষে উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি নায়েব আলী বিশ্বাসের সভাপতিত্বে দলীয় কার্যালয়ে আয়োজিত সাংবাদিকদের সাথে জনাকীর্ণ মতবিনিময় অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এই সমর্থন জানানো হয়।

ঈশ্বরদী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মকলেছুর রহমান মিন্টু এসময় বলেন, সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বলেন, দলীয় সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুস্পষ্টভাবে বলেছেন মনোনয়ন পেতে হলে অবশ্যাই দলের তৃণমূল পর্যায়ের দলীয় নেতা-কর্মী ও জনপ্রতিনিধিদের সমর্থন থাকতে হবে। মন্ত্রী, এমপি কিংবা হেভিওয়েট নেতাও যদি হয়, তৃণমূলের সমর্থন না থাকলে তাকে মনোনয়ন দেয়া হবে না। তাই, দলীয় সভানেত্রীর নির্দেশ মেনে তৃণমূল হতে ভূমিমন্ত্রীকে ৫ম বারের মতো একক মননয়োনে আনুষ্ঠানিকভাবে সমর্থন জানানোর জন্য আজকের এই আয়োজন। ইতোমধ্যে প্রত্যেক ওয়ার্ড ও ইউনিয়ন কার্য নির্বাহী কমিটি ভূমিমন্ত্রীর সমর্থনে রেজুলেশন গ্রহন করেছে। ইতোপূর্বে উপজেলা ও ৭টি ইউনিয়নের নির্বাচিত জনপ্রতিনিধি চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মেম্বাররাও আনুষ্ঠানিকভাবে জনাব শরীফকে সমর্থন জানিয়েছে। তিনি বলেন, আজ বিকেলে অনুষ্ঠিত দলীয় বর্ধিত সভায় তৃণমূলের সমর্থন কেন্দ্রীয় সভানেত্রীর নিকট সুপারিশ আকারে প্রেরণেরও সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এসময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে উপজেলা চেয়ারম্যান মোখলেছুর রহমান মিন্টু বলেন, আসন্ন প্রতিদ্বন্দ্বিতামূলক জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-৪ আসনে ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফের বিকল্প নেই। তিনি ছাড়া অন্য কোন প্রার্থির এই আসনে বিজয় নিশ্চিত আদৌ সম্ভব নয়। এই নির্বাচনী এলাকায় আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের কমিটি ও অংগ সংগঠনঃ শ্রমিক লীগ, কৃষকলীগ, যুবলীগ, ছাত্রলীগ এবং ইউনিয়ন পরিষদের সকল চেয়ারম্যান জননেতা শামসুর রহমান শরীফের প্রতি শুধু আস্থাশীলই নয়, তাঁর নের্তৃত্বে ঐক্যবদ্ধ। ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ এমপি পর পর ৪ বার নির্বাচিত হয়ে ঈশ্বরদী ও আঘোড়িয়ায় ব্যাপক উন্নয়নের সাথে সাথে এলাকার জনগণের শান্তি নিশ্চিত করেছেন। আমরা মনে করি উন্নয়ন কাজ এখনও যেগুলো অসমাপ্ত রয়েছে, সেগুলো সম্পুর্ণ করতে ভূমিমন্ত্রীকে ৫ম বারের মতো মনোনয়ন দানের প্রয়োজনীয়তা রয়েছে।

এসময় উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি গোলাম মোস্তফা চান্না মন্ডল, মোহাম্মদ রশিদুল্লাহ, মুক্তিযোদ্ধা হবিবুল ইসলাম হব্বুল, পিপি এ্যাড: আক্তারুজ্জামান মুক্তা, জেলা পরিষদ সদস্য সাইফুল ইসলাম বাবু মন্ডল, উপজেলার ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান রিপন, মাহমুদা খাতুন, পৌর যুবলীগ সভাপতি আলাউদ্দিন বিপ্লব, উপজেলা ছাত্রলীগের সভাপতি রাকিবুল হাসান রনি, সাধারণ সম্পাদক সুমন দাসসহ ৭টি ইউনিয়ন, ৬৩টি ওয়ার্ড এর সভাপতি-সাধারণ সম্পাদক এবং সকল ইউপি চেয়ারম্যান উপস্থিত ছিলেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১