বাংলাদেশের খবর

আপডেট : ০৯ অক্টোবর ২০১৮

অর্থনৈতিক প্রবৃদ্ধি হবে ৭.১ শতাংশ : আইএমএফ

আজ মঙ্গলবার ইন্দোনেশিয়ার বালিতে আয়োজিত সংবাদ সম্মেলনে আইএমএফের কর্মকর্তারা সংগৃহীত ছবি


চলতি অর্থবছরে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ৭ দশমিক ১ শতাংশ হবে বলে পূর্বাভাস দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল- আইএমএফ। আজ মঙ্গলবার ইন্দোনেশিয়ার বালিতে ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুট ২০১৮ প্রতিবেদনে এমন পূর্বাভাস দেয় আন্তর্জাতিক এ সংস্থাটি।

এর আগে গত ২ অক্টোবর বিশ্বব্যাংক ২০১৮-১৯ অর্থবছরে বাংলাদেশের প্রবৃদ্ধি ৭ শতাংশ হতে পারে বলে পূর্বাভাস দেয়।

এছাড়া এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) সাড়ে ৭ শতাংশ এবং সরকারের ৭ দশমিক ৮ শতাংশ প্রবৃদ্ধি হবে বলে পূর্বাভাস দিয়েছে।

আইএমএফের হিসাবে, চলতি বছর শেষে বাংলাদেশে ভোক্তা মূল্য সূচক (মূল্যস্ফীতি) ৫ দশমিক ৮ শতাংশ ও আগামী বছর ৬ দশমিক ১ শতাংশে পৌঁছাবে।

এদিকে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে ব্যবসায় নীতি নিয়ে উত্তেজনা ও আমদানি শুল্ক আরোপের কারণে বাণিজ্য ক্ষতিগ্রস্ত হওয়ায় বৈশ্বিক প্রবৃদ্ধি বাধাগ্রসস্ত হবে বলে মনে করছে আইএমএফ।

সংস্থাটির হিসাবে, ২০১৮ ও ২-১৯ সালে বৈশ্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধি হবে ৩ দশমিক ৭ শতাংশ, যা আগে ৩ দশমিক ৯ শতাংশ হবে বলে জানানো হয়।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১