বাংলাদেশের খবর

আপডেট : ১০ অক্টোবর ২০১৮

গঙ্গা-যমুনা নাট্যোৎসবে আজ ‘চম্পাবতী’

‘চম্পাবতী’ নাটকের একটি দৃশ্য সংগৃহীত ছবি


বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে চলছে গঙ্গা-যমুনা সাংস্কৃতিক উৎসব ২০১৮। উৎসবে আজ বুধবার সন্ধ্যা ৭টায় মঞ্চায়ন হবে শব্দ নাট্যচর্চা কেন্দ্রের নাটক ‘চম্পাবতী’। পল্লীকবি জসীম উদ্দীনের অমর সৃষ্টি ‘বেদের মেয়ে’ অবলম্বনে সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক লিখেছিলেন নাটক ‘চম্পাবতী’। নাটকটির নির্দেশনা দিয়েছেন খোরশেদুল আলম। একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে মঞ্চায়ন হবে নাটকটি।

‘চম্পাবতী’ নাটকে নাম চরিত্রে অভিনয় করবেন মেহেরুন মাহিন। আরো অভিনয় করবেন আল আমিন, রওশন জান্নাত রুশনী, আলী নূর, হূদী, আনোয়ার, নাসরিন। ঠাণ্ডু রায়হানের আলোক পরিকল্পনায় মঞ্চ পরিকল্পনা করেছেন পশাশ হেনড্রী সেন। নাটকের পোশাক পরিকল্পনায় রয়েছেন আইরিন পারভীন লোপা। আবহ সঙ্গীতে থাকবেন শিশির রহমান। কোরিওগ্রাফিতে সামিউন জাহান দোলা। রূপসজ্জায় থাকছেন তন্ময়।

গত ৫ অক্টোবর থেকে গঙ্গা-যমুনা সাংস্কৃতিক উৎসব পর্ষদের আয়োজনে শুরু হয়েছে এ উৎসব। চলবে আগামী ১৫ অক্টোবর পর্যন্ত। উৎসবের সার্বিক সহযোগিতায় রয়েছে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়, বাংলাদেশ শিল্পকলা একাডেমি, ইন্ডিয়া বাংলাদেশ ফাউন্ডেশন ও মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১