বাংলাদেশের খবর

আপডেট : ১১ অক্টোবর ২০১৮

চাঁদপুরে মা ইলিশ ধরার অপরাধে ৮ জেলের কারাদণ্ড

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহবুবুর রহমান ও সহকারী কমিশনার (ভুমি) চাঁদপুর সদর অমিত চক্রবর্তী পৃথক ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। ছবি : বাংলাদেশের খবর


চাঁদপুর মেঘনা নদীতে মা ইলিশ নিধন করার অপরাধে পৃথক অভিযানে আটক ৮ জেলেকে ১ বছর করে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।

বৃহস্পতিবার (১১ অক্টোবর) সকালে পৃথক ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহবুবুর রহমান ও সহকারী কমিশনার (ভুমি) চাঁদপুর সদর অমিত চক্রবর্তী।

কারাদণ্ডপ্রাপ্ত জেলেরা হচ্ছেন: সদর উপজেলার হানারচর ইউনিয়নের গোবিন্দিয়া গ্রামের রিপন পাটওয়ারী (২২), রহিম শেখ (৩৫), মাসুদ পাটওয়ারী (৩০), একই উপজেলার তরপুরচন্ডী ইউনিয়নের চুন্নু মিয়া (২৫), ফজলু মিয়া (৩৬), হানিফ সৈয়াল (২২), পাশ্ববর্তী বিষ্ণপুর ইউনিয়নের মো. শরীফ (৩৮) ও শহরের উত্তর শ্রীরামদী এলাকার আল-আমিন (৩৫)।

জেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় সূত্রে জানাযায়, বুধবার (১০ অক্টোবর) রাতে জেলা সম্প্রসারণ কর্মকর্তা প্রতিক দে মেঘনা নদীর হরিণা ফেরিঘাট এলাকায় অভিযান চালিয়ে রিপন, রহিম ও মাসুদকে মাছ ধরা অবস্থায় আটক করেন। এ সময় তাদের কাছ থেকে ৩ হাজার মিটার কারেন্টজাল জব্দ করা হয়।

বৃহস্পতিবার (১১ অক্টোবর) সকালে সহকারী মৎস্য কর্মকর্তা গোলাম মোস্তফা মেঘনা মোহনা এলাকায় অভিযান চালিয়ে মাছ ধরা অবস্থয় চুন্নু মিয়া, ফজলু মিয়া, হানিফ, শরীফ ও আল-আমিনকে আটক করেন। এ সময় ২হাজার মিটার কারেন্টজাল ও ২টি মাছ ধরার নৌকা জব্দ করেন। জেলা মৎস্য কর্মকর্তা মো. আসাদুল বাকী জানান, কারাদণ্ডপ্রাপ্ত জেলেদেরকে জেলা কারাগারে পাঠানো হয়েছে। জব্দকৃত নৌকা নৌ-পুলিশের হেফাজতে রয়েছে এবং কারেন্টজালগুলো আগুনে পুড়িয়ে দেয়া হয়েছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১