বাংলাদেশের খবর

আপডেট : ১২ অক্টোবর ২০১৮

প্রথম টেস্ট ড্র

অস্ট্রেলিয়ার উসমান খাজা একাই লড়েন দলের হয়ে ছবি -ক্রিকইনফো


জয়ের জন্য দারুণ লড়াই করেছিলেন অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানরা। দ্বিতীয় ইনিংসে ৪৬২ রানের টার্গেট নিয়ে খেলতে নেমে পাকিস্তানকে কিছুটা হলেও চিন্তায় ফেলে দিয়েছিলেন তারা। জিতলে চতুর্থ ইনিংসের স্কোরটি হতো বিশ্বরেকর্ড। কিন্তু সেটা আর হলো না। উল্টো পরাজয়ের হাত থেকে রক্ষা পেলেন তারা। দুবাইয়ে গতকাল প্রথম টেস্টের শেষ দিনের শেষ সময়ে হারতেই বসেছিলেন অজিরা। আর পুরো পাঁচ দিন এগিয়ে থাকা পাকিস্তান জয়ের মুখ দেখা থেকে বঞ্চিত হলো। গতকাল দিনশেষে অস্ট্রেলিয়া ৮ উইকেটে ৩৬২ রান করলে ম্যাচটি শেষ পর্যন্ত ড্র হয়।

২০০৩ সালে ব্রায়ান লারার নেতৃত্বে ওয়েস্ট ইন্ডিজ চতুর্থ ইনিংসে ৪১৮ করে অস্ট্রেলিয়াকে পরাজিত করেছিল। গতকালও সেটা ভাঙা হলো না। ফলে সেটাই এখনো বিশ্বরেকর্ড হিসেবে বহাল রইল।

পাকিস্তান তাদের প্রথম ইনিংসে ৪৮২ রান করে। আর দ্বিতীয় ইনিংসে ডিক্লেয়ার্ড দেয় ৬ উইকেটে ১৮১ রান তুলে। প্রথম ইনিংসে মাত্র ২০২ রান করা অস্ট্রেলিয়া দ্বিতীয় ইনিংসে দারুণভাবে জ্বলে ওঠে। চতুর্থ দিনের ৩ উইকেটে ১৩৬ রান নিয়ে গতকাল জয়ের লক্ষ্যে মাঠে নামেন অজি ব্যাটসম্যানরা। উসমান খাজা প্রায় একাই পাকিস্তানের রান টপকে যাওয়ার পথে ছিলেন। কিন্তু তার আউটে অস্ট্রেলিয়ার জয়ের আশা নষ্ট হয়ে যায়। উসমান ৩০২ বলের মোকাবেলা করে ১১টি চারে করেন ১৪১ রান।

দলের পক্ষে অন্যদের মধ্যে হেড ৭২, ফিঞ্চ ৪৯ ও উইকেটকিপার কাম অধিনায়ক টিম পেইন অপরাজিত ৬১ রান করেন। মূলত পেইন দলকে হারের কবল থেকে রক্ষা করেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১