বাংলাদেশের খবর

আপডেট : ১৩ অক্টোবর ২০১৮

জুমার খুতবা

সময় খুবই গুরুত্বপূর্ণ একটি নিয়ামত

সময় আসলেই গুরুত্বপূর্ণ একটি বিষয় সংগৃহীত ছবি


সৈয়দ মাওলানা দিল্লুর রহমান

পীর সাহেব, রাজারবাগ দরবার শরিফ

পবিত্র কোরআনের তিন নম্বর সুরা হচ্ছে আল-আসর। এই সুরাটি ব্যাপক অর্থবোধক সংক্ষিপ্ত বাক্য সমন্বিত বাণীর একটি অতুলনীয় নমুনা। কয়েকটি মাপাজোকা শব্দের মধ্যে গভীর অর্থের এমন এক ভান্ডার রেখে দেওয়া হয়েছে, যা বর্ণনা করার জন্য একটি বিরাট গ্রন্থও যথেষ্ট নয়। এই সুরার মধ্যে সম্পূর্ণ দ্ব্যর্থহীন ভাষায় মানুষের সাফল্য ও কল্যাণের এবং তার ধ্বংস ও সর্বনাশের পথ বর্ণনা করা হয়েছে। পবিত্র এই সুরাটির অর্থ হচ্ছে- ১.সময়ের কসম, ২. মানুষ আসলে বড়ই ক্ষতির মধ্যে রয়েছে, ৩. তবে তারা ছাড়া যারা ঈমান এনেছে ও সৎকাজ করছে এবং একজন অন্যজনকে হক কথার ও সবর করার উপদেশ দিচ্ছে।

এ সুরায় সময়ের কসম খাওয়া হয়েছে যে, মানুষ বড়ই ক্ষতির মধ্যে রয়েছে এবং এই ক্ষতি থেকে একমাত্র তারাই রক্ষা পেয়েছে যারা চারটি গুণাবলির অধিকারী- ১. ঈমান, ২. সৎকাজ, ৩. পরস্পরকে হকের উপদেশ দেওয়া এবং ৪. একে অন্যকে সবর করার উপদেশ দেওয়া। আল্লাহর এই বাণীর অর্থ সুস্পষ্টভাবে জানার জন্য এখন এখানে প্রতিটি অংশের ওপর পৃথকভাবে চিন্তা-ভাবনা করা উচিত।

সময় আসলেই গুরুত্বপূর্ণ একটি বিষয়। গুরুত্বপূর্ণ নিয়ামত। আমরা সবাই একসময় ছোট ছিলাম। এর পরে বড় হয়েছি। যুবক হয়েছি। এখন বৃদ্ধ হয়ে গেছি। আজ যারা ছোট আছে, তারাও একদিন বড় হবে। যুবক হবে। আবার আমাদের মতো বৃদ্ধ হয়ে যাবে। সুতরাং সবাইকে সময়ের মূল্যায়ন করতে হবে। নিজেদের সব ধরনের গুনাহ থেকে পবিত্র রাখতে হবে।

এই তো মাত্র কয়দিন আগে একটি আরবি নতুন বছরের সূচনা হয়েছিল। দেখতে দেখতে আমাদের মধ্য থেকে একটি মাস অতিবাহিত হয়ে গেছে। আরবি বছরের দ্বিতীয় মাসের সূচনা হয়েছে। আরবের লোকেরা ইসলাম গ্রহণ করার আগে এই সফর মাসকে কুলক্ষণ মনে করত। তারা আরো কিছু বিষয় যেমন প্যাঁচার ডাকেও কুলক্ষণ মনে করত। ইসলামে আসলে কুলক্ষণ বলে কিছু নেই। আবার কিছু কিছু রোগকে ছোঁয়াচে মনে করত এটাও আসলে ঠিক নয়। ইসলামে কুলক্ষণ বা ছোঁয়াচে বলে কিছু নেই।

সামনে আসছে রবিউল আউয়াল মাস। এটিও একটি গুরুত্বপূর্ণ মাস। এ মাসেই রয়েছে পবিত্র ঈদে মিলাদুন্নাবী (সা.) শরিফ। প্রত্যেক মুসলমানের জীবনে এই দিন ও এই মাসের গুরুত্ব অপরিসীম। যে বা যারা পবিত্র ঈদে মিলাদুন্নবী শরিফ পালন করল, সে যেন গোটা মাসটিতে গুরুত্ব দিল আর যে এই মাসটিকে গুরুত্ব দিল সে যেন গোটা ইসলামী বর্ষকেই গুরুত্ব দিল।

শ্রুতিলিখন : ওয়ালি উল্লাহ সিরাজ

 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১